রাকসুতে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সনাতন ধর্মের সুজন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শিবির-সমর্থিত `সম্মিলিত শিক্ষার্থী জোট' প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী সুজন চন্দ্র। গত রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় মনোনয়নপত্র জমা দেওয়ার পর ছাত্রশিবির সমর্থিত ২৩ সদস্যের প্যানেলে তার নাম ঘোষণা করা হয়।

সুজন চন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায়।

সনাতন ধর্মাবলম্বী হয়ে শিবির-সমর্থিত জোট থেকে প্রার্থী হওয়া সম্পর্কে জানতে চাইলে সুজন বলেন, শিবিরের প্যানেলে আসার অন্যতম প্রধান কারণ হলো তাদের আদর্শ ও নীতিবোধ, যা আমাকে সবসময় আকর্ষণ করে। ছাত্রশিবির সবসময় মানবিক মূল্যবোধে বিশ্বাসী এবং শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শিক্ষাবান্ধব কার্যক্রমের মাধ্যমে ক্যাম্পাসকে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে। দেশ ও জাতির কল্যাণে তাদের দায়বদ্ধতা আমাকে মুগ্ধ করেছে। তাই তাদের প্রস্তাবে সাড়া দিয়ে আমি সম্মিলিত শিক্ষার্থী জোটের প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছি। বড় কথা হলো এখানে শুধু শিবির নয়, সকলের সমন্বয়ে একটি দারুণ জোট গঠিত হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের প্যানেলে রয়েছেন যোগ্য ও মেধাবী প্রার্থীরা, যাদের মধ্যে রয়েছে সততা, নেতৃত্বগুণ ও শিক্ষার্থীদের সমস্যা সমাধানের বাস্তব দৃষ্টিভঙ্গি। তারা ভদ্র ও মার্জিত আচরণের অধিকারী। সব মিলিয়ে আমি বিশ্বাস করি, এ প্যানেলের মাধ্যমেই ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তন আসবে এবং শিক্ষার্থীরাও আমাদের পাশে দাঁড়াবে।
নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য একনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সুজন বলেন, আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে আমার প্রথম কাজ হবে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে রাকসুতে তাদের দাবি ও অধিকার তুলে ধরা। এ অধিকার আদায়ের প্ল্যাটফর্মে আমি শিক্ষার্থীদের স্বার্থেই কথা বলবো। ক্যাম্পাসে একটি শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি এবং শিক্ষার্থীদের মতের প্রতিফলন ঘটানোই হবে আমার অন্যতম প্রধান লক্ষ্য।

উল্লেখ্য, গত রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে রাকসু নির্বাচনের জন্য ২৩ সদস্যের প্যানেল ঘোষণা করে ইসলামী ছাত্রশিবির। প্যানেলের নাম দেওয়া হয় ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। এই প্যানেলে রয়েছেন তিনজন নারী প্রার্থী, একজন সনাতন ধর্মাবলম্বী, জিএস পদে এক সাবেক সমন্বয়ক, একজন সাংবাদিকসহ আরও কয়েকজন শিক্ষার্থী।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ: পাল্টাপাল্টি মামলা Oct 29, 2025
img
আশুগঞ্জ সার কারখানার উৎপাদন চালুর দাবিতে বিক্ষোভ Oct 29, 2025
কঙ্গনার ক্ষমাপ্রার্থনা, ভক্তদের সাড়া Oct 29, 2025
৩০-এর পর সংসার শুরু করব , তামান্না ভাটিয়ার ব্যক্তিগত পরিকল্পনা! Oct 29, 2025
ফেব্রুয়ারিতে নির্বাচনের পথে সরকার এগোচ্ছে- উপদেষ্টা রিজওয়ানা Oct 29, 2025
বিসিএসের লিখিত পরীক্ষায় সময় কম,আন্দোলনে পরিক্ষার্থীরা! Oct 29, 2025
কিছু দল ও কমিশনের চিন্তা নিয়ে সালাহউদ্দিনের জোরালো মন্তব্য Oct 29, 2025
img
নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক Oct 29, 2025
img
টেকনাফ থেকে ৭ জেলেকে অপহরণ আরাকান আর্মির Oct 29, 2025
img
মৌলিক জিনিস ঠিক ব্যতীত শিক্ষা ব্যবস্থার পচন রোধ সম্ভব নয়: পরিকল্পনা উপদেষ্টা Oct 29, 2025
img

নাসীরুদ্দীন পাটওয়ারী

গণঅভ্যুত্থানকে ভিত্তিমূল হিসেবে জুলাই সনদে আনতে হবে Oct 29, 2025
img

প্লট বরাদ্দে দুর্নীতি

পরিবারসহ শেখ হাসিনার বিরুদ্ধে মামলার আসামি খুরশীদের আত্মসমর্পণ Oct 29, 2025
img
ঐকমত্য কমিশন ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়ে প্রতারণা করেছে: ফখরুল Oct 29, 2025
img
কারিগরি স্কুল-কলেজে অনিয়ম-দুর্নীতি তদন্তে সরকার Oct 29, 2025
img
হংকংয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আকবর আলি Oct 29, 2025
img
আগামী নির্বাচনে কমনওয়েলথের পর্যবেক্ষক দল আসবে : জামায়াত Oct 29, 2025
img
কথা বলে উত্তেজনা বজায় রাখা রাজনৈতিক কৌশল: পরিবেশ উপদেষ্টা Oct 29, 2025
img
এনসিপির নেতৃত্ব গণ অধিকার পরিষদ জোট করবে, সংবাদটি শতভাগ মিথ্যা : রাশেদ খান Oct 29, 2025
img

বিদ্যুৎ খাতে ‍লুটপাট

আসামি ওজোপাডিকোর সাবেক এমডিসহ ৩ Oct 29, 2025
img
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা: আপিল শুনানি রোববার পর্যন্ত মুলতবি Oct 29, 2025