ঢাবির প্রবেশপথ ও আশপাশে ভিড় বাড়ছে রাজনৈতিক কর্মীদের

বিকেল ৪টায় শেষ হয়েছে ডাকসু নির্বাচন। এরইমধ্যে শিক্ষার্থীসহ বিভিন্ন প্যানেলের নেতাকর্মীরা সিনেট ভবনের সামনে অবস্থান নিয়েছেন। তবে এর বাইরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রবেশমুখ ও আশপাশের এলাকায় মানুষের উপস্থিতি ক্রমশ বাড়ছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে গণতন্ত্র ও মুক্তি তোরণে ২০০ থেকে ৩৫০ জন মানুষ জড়ো হয়েছেন। বকশিবাজার মোড়েও উপস্থিত আছেন অন্তত দুই শতাধিক মানুষ। তবে পলাশী মোড়ে তুলনামূলকভাবে ভিড় কম দেখা গেছে।

সরেজমিনে কয়েকটি প্রবেশমুখ ঘুরে দেখা যায়, ধীরে ধীরে মানুষের উপস্থিতি বাড়ছে। গণতন্ত্র ও মুক্তি তোরণের সামনে কয়েকশত মানুষ দাঁড়িয়ে আছেন। কেউ দলবদ্ধভাবে অবস্থান করছেন, কেউবা আশপাশে দাঁড়িয়ে নীরবে অপেক্ষা করছেন। বকশিবাজার মোড়েও একই চিত্র- এখানে অন্তত দুই শতাধিক মানুষের ভিড় চোখে পড়ে। পলাশী মোড়ে তুলনামূলকভাবে ভিড় কম হলেও আশপাশে দাঁড়িয়ে থাকা লোকজনের গতিবিধি ছিল লক্ষণীয়।

কিন্তু এত মানুষের ভিড়ের মধ্যেও কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি। প্রশ্ন করলেই অনেকে নীরবে পাশ কাটিয়ে যাচ্ছেন। অনেকে আবার হাসি দিয়ে এড়িয়ে যাচ্ছেন। উপস্থিতি নিয়ে জিজ্ঞেস করা হলে রাজনৈতিক নেতাকর্মীরাও স্বীকার করতে চাননি যে তারা নিজেদের সমর্থকদের জড়ো করছেন। ফলে ভিড় বাড়লেও এর উৎস সম্পর্কে কেউ প্রকাশ্যে কিছু বলছেন না।

তবে এর পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় এলাকায় একাধিক প্রবেশপথে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ক্যাম্পাসের ভেতরেও আগের তুলনায় পুলিশের উপস্থিতি চোখে পড়ার মতো বেড়েছে।

তবে এসব ভিড় শুধুই সাধারণ মানুষের নয়, বরং রাজনৈতিক দলের কর্মীরাই তাদের সমর্থকদের সেখানে জড়ো করছেন এমন আভাস মিলছে। যদিও কোনো দলের নেতারাই বিষয়টি স্বীকার করেননি। তাদের দাবি, বিশ্ববিদ্যালয় এলাকায় স্বাভাবিক পরিস্থিতিই বিরাজ করছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসের ভেতরেও আগের তুলনায় পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, ছয় বছর পর এবার অনুষ্ঠিত হলো মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
‘মথ’ ডালে রঙ মিশ্রিত করে মুগ ডাল হিসেবে বিক্রি সতর্ক করল মন্ত্রণালয় Oct 29, 2025
img
গ্রেপ্তারের দাবির মাঝেই আইয়ুব বাচ্চুর গান গেয়ে ভাইরাল ডন! Oct 29, 2025
img
অমিতাভের পা ছুঁয়ে প্রণাম করায় সমালোচনার মুখে দিলজিৎ Oct 29, 2025
img

পরিবেশ উপদেষ্টা

বড়ো বড়ো মেগা প্রজেক্টের কথা ভাবি, কিন্তু নদীভাঙা মানুষের কথা ভাবি না Oct 29, 2025
img
দিনভর গরম কমে বাড়তে পারে শীতল হাওয়া Oct 29, 2025
img
ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ: পাল্টাপাল্টি মামলা Oct 29, 2025
img
আশুগঞ্জ সার কারখানার উৎপাদন চালুর দাবিতে বিক্ষোভ Oct 29, 2025
কঙ্গনার ক্ষমাপ্রার্থনা, ভক্তদের সাড়া Oct 29, 2025
৩০-এর পর সংসার শুরু করব , তামান্না ভাটিয়ার ব্যক্তিগত পরিকল্পনা! Oct 29, 2025
ফেব্রুয়ারিতে নির্বাচনের পথে সরকার এগোচ্ছে- উপদেষ্টা রিজওয়ানা Oct 29, 2025
বিসিএসের লিখিত পরীক্ষায় সময় কম,আন্দোলনে পরিক্ষার্থীরা! Oct 29, 2025
কিছু দল ও কমিশনের চিন্তা নিয়ে সালাহউদ্দিনের জোরালো মন্তব্য Oct 29, 2025
img
নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক Oct 29, 2025
img
টেকনাফ থেকে ৭ জেলেকে অপহরণ আরাকান আর্মির Oct 29, 2025
img
মৌলিক জিনিস ঠিক ব্যতীত শিক্ষা ব্যবস্থার পচন রোধ সম্ভব নয়: পরিকল্পনা উপদেষ্টা Oct 29, 2025
img

নাসীরুদ্দীন পাটওয়ারী

গণঅভ্যুত্থানকে ভিত্তিমূল হিসেবে জুলাই সনদে আনতে হবে Oct 29, 2025
img

প্লট বরাদ্দে দুর্নীতি

পরিবারসহ শেখ হাসিনার বিরুদ্ধে মামলার আসামি খুরশীদের আত্মসমর্পণ Oct 29, 2025
img
ঐকমত্য কমিশন ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়ে প্রতারণা করেছে: ফখরুল Oct 29, 2025
img
কারিগরি স্কুল-কলেজে অনিয়ম-দুর্নীতি তদন্তে সরকার Oct 29, 2025
img
হংকংয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আকবর আলি Oct 29, 2025