বিএনপি ও জামায়াত দুই পক্ষই লোকবল জড়ো করছে : আবু বাকের মজুমদার

বিএনপি ও জামায়াত ডাকসুকে ক্ষমতার দ্বন্দ্বে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি লিখেছেন, বিএনপি ও জামায়াত ডাকসুকে ক্ষমতার দ্বন্দ্বে পরিণত করেছে। দুই পক্ষই ক্যাম্পাসের আশপাশে লোকবল জড়ো করছে।

তিনি আরও বলেন, ডাকসুতে ভাগ বাটোয়ারা করার পাঁয়তারা করছে। ছাত্রদল পেশি শক্তির মহড়া দিচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুমকি দিচ্ছে ফলাফল প্রভাবিত করার জন্য। আমরা মাঠে আছি।

এদিকে বিকেলে ভোটগ্রহণ শেষে এক জরুরি সংবাদ সম্মেলেন ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান বিভিন্ন অভিযোগ করেছেন। 

ভোট কারচুপির অভিযোগ করে আবিদুল ইসলাম খান বলেন, ‘অমর একুশে হলে গিয়েছি, সেখানে কারচুপির প্রমাণ পেয়েছি। রোকেয়া হলেও কথা বলেছি। তারা বলেছেন, কারচুপি হয়েছে। এটা কোনোভাবেই আশা করিনি। সকাল থেকে আমাদের পোলিং এজেন্টদেরও কেন্দ্রে ঢুকতে বাধা প্রদান করা হয়। প্যানেলের নম্বর শিটটাও দিতে গিয়ে প্রত্যেক জায়গায় বাধার মধ্যে পড়েছি। ভোটকেন্দ্রের বাইরেও বাধার সম্মুখীন হয়েছি।’

তিনি আরও বলেন, ‘সকালে আমার বিরুদ্ধে একটা বিশাল প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, যেখানে মেইনস্ট্রিম মিডিয়াও বিভ্রান্ত হয়েছে। পরবর্তী সময়ে যদিও তারা সংশোধনী দিয়েছে। রোকেয়া হলের নির্বাচনী কর্মকর্তা আমাদের এক প্রার্থীর ব্যালট নম্বর বিতরণ করার জন্য তার ছাত্রত্ব বাতিল করে দেওয়ার হুমকি দিয়েছেন। অথচ তারা শিবিরের লোকদের তা বিতরণ করতে দিচ্ছেন। মিডিয়ার প্রতিবেদনেও নির্বাচন কারচুপির তথ্য উঠে এসেছে। এসব নিয়ে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছি।’

এদিন বিকেল থেকে শাহবাগ ও আশপাশের এলাকায় উৎসুক জনতার ভিড় বেড়েছে। তাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছেন। এ ছাড়া, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও বিপুলসংখ্যক সদস্য দেখা গেছে।

ডাকসুতে এবার মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ আর ১৩টি ছাত্র হলে ভোটার ২০ হাজার ৯১৫ জন। এবারের নির্বাচনে ডাকসুতে ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বিভিন্ন পদে ছাত্রী ৬২ জন। এছাড়া প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটে লড়ছেন এক হাজার ৩৫ জন।

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
খালেদা জিয়ার সময়ে বাংলাদেশ-ইরানের সম্পর্ক ছিল সৌহার্দ্যপূর্ণ Dec 30, 2025
img

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

রাষ্ট্রীয় শোকেও পরীক্ষা আয়োজনে কোনো বাধা নেই Dec 30, 2025
img
খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালেন শাকিব খান Dec 30, 2025
img
খালেদা জিয়ার মৃত্যুতে জেমসের গভীর শোক প্রকাশ Dec 30, 2025
img

খালেদা জিয়ার মৃত্যু

গুলশান কার্যালয়ে বৈঠকে তারেক রহমান Dec 30, 2025
img
খালেদা জিয়ার মৃত্যুতে মেহের আফরোজ শাওনের মন্তব্য Dec 30, 2025
img
খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে সজীব ওয়াজেদ জয়ের বার্তা Dec 30, 2025
img
খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক Dec 30, 2025
img
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাকিবের শোক Dec 30, 2025
img
খালেদা জিয়া কখনো আপসের চোরাবালিতে যাননি: দুদু Dec 30, 2025
img
চীনের জনগণ সর্বদা সর্বোচ্চ সম্মানের সঙ্গে বেগম জিয়াকে স্মরণ করবে: চীনা রাষ্ট্রদূত Dec 30, 2025
যে অভ্যাস মানলে জীবন ব-দ-লে যাবে | ইসলামিক টিপস Dec 30, 2025
নবিজীর তরুন বয়েসের একটা চমৎকার ঘটনা | ইসলামিক জ্ঞান Dec 30, 2025
img
আপসহীনতার মূর্ত প্রতীকে পরিণত হয়েছিলেন খালেদা জিয়া: আখতার Dec 30, 2025
img
এত শ্রদ্ধা, সম্মান, ভালোবাসায় বেগম জিয়ার বিদায় বিশেষ মুহূর্ত: আসিফ নজরুল Dec 30, 2025
img
খালেদা জিয়ার মৃত্যুতে ইইউ-ফ্রান্স-যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার শোক Dec 30, 2025
img
বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর Dec 30, 2025
img
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বেগম খালেদা জিয়াকে Dec 30, 2025
img

জাতির উদ্দেশে ভাষণ

ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান প্রধান উপদেষ্টার Dec 30, 2025
img
বেগম খালেদা জিয়া অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করেনি: ড. মঈন খান Dec 30, 2025