কাতারে হামলায় ক্ষুব্ধ ট্রাম্প

কাতারে হামাসকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ হামলা ইসরায়েল বা আমেরিকার লক্ষ্য পূরণ করে না এবং এটি ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর একতরফা সিদ্ধান্ত।

বুধবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমওটি বলছে, কাতারে হামাসকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা “ইসরায়েলেরও না, আমেরিকার লক্ষ্যও পূরণ করছে না” বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল বেছে নেওয়া নিয়েও তার “খুব খারাপ লেগেছে”।

মঙ্গলবার ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, মার্কিন সামরিক বাহিনীর কাছ থেকে তিনি জানতে পারেন যে ইসরায়েল দোহায় হামলা চালাচ্ছে। তবে তিনি বলেন, তখন “দুর্ভাগ্যবশত খুব দেরি হয়ে গেছে, হামলা থামানো সম্ভব হয়নি।”

ট্রাম্প জোর দিয়ে বলেন, “এটা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সিদ্ধান্ত, আমার নয়”। তিনি কাতারকে “ঘনিষ্ঠ মিত্র ও বন্ধু” হিসেবেও আখ্যায়িত করেন।

হামলায় ছয়জন নিহত হয়েছেন বলে হামাস জানিয়েছে। তবে হামাস জানায়, তাদের নেতৃত্ব হামলা থেকে বেঁচে গেছে।

ইসরায়েলি সেনারা দাবি করেছে, “যথাযথভাবে পরিকল্পিত হামলা” ছিল এটি। হামাসের শীর্ষ নেতাদের টার্গেট করেই এই হামলা চালানো হয়। ইসরায়েলি গণমাধ্যম জানায়, এ অভিযানে ১৫টি যুদ্ধবিমান অংশ নেয় এবং ১০টি বোমা একটি লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করা হয়।

প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, হামলার অনুমোদন তিনি নিজে দিয়েছেন এবং হামাস নেতাদের জন্য “কোনো রকম ছাড় থাকবে না।”

তবে ট্রাম্প এক বিরল অবস্থান নিয়ে নেতানিয়াহুকে ভর্ৎসনা করেন। তার ভাষায়, “কাতারের মতো একটি সার্বভৌম দেশ, যারা আমাদের ঘনিষ্ঠ মিত্র এবং শান্তি প্রতিষ্ঠায় আমাদের সঙ্গে ঝুঁকি নিয়ে কাজ করছে, সেখানে একতরফা বোমাবর্ষণ ইসরায়েল বা আমেরিকার লক্ষ্যকে কোনোভাবেই এগিয়ে নিয়ে যাবে না।”

পরে সাংবাদিকদের তিনি বলেন, এ ধরনের ঘটনা ঘটার পদ্ধতি নিয়ে তিনি “খুবই অসন্তুষ্ট”। ট্রাম্প বলেন, “আমি পুরো ব্যাপারটায় মোটেই খুশি নই।”

তিনি হামাসের হাতে আটক সব ইসরায়েলি জিম্মির মুক্তি দাবি করেন এবং জানান, বুধবার এ বিষয়ে তিনি “পূর্ণাঙ্গ বিবৃতি” দেবেন। ট্রাম্প আরও বলেন, “মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে আমাকে কিছুই অবাক করে না।”

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, প্রেসিডেন্ট কাতারের আমির ও প্রধানমন্ত্রীকে তাদের সহযোগিতা ও বন্ধুত্বের জন্য ফোনে ধন্যবাদ জানিয়েছেন। তিনি আশ্বাস দিয়েছেন, এ ধরনের ঘটনা আর তাদের মাটিতে ঘটবে না।

তবে ট্রাম্প তার পোস্টে আবারও বলেন, “গাজাবাসীর দুর্দশা থেকে যারা মুনাফা করেছে, সেই হামাসকে নির্মূল করা অবশ্যই প্রয়োজনীয়”। তিনি সব জিম্মি ও মৃতদেহ ফিরিয়ে আনার দাবি জানান এবং যুদ্ধের অবসান চেয়ে বলেন: “এখনই যুদ্ধ থামাতে হবে।”

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
জাহানারার অভিযোগ ইস্যুতে তদন্ত কমিটির সময় আবার বাড়লো Dec 22, 2025
img
এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতি তদন্ত শুরু দুদকের Dec 22, 2025
img
বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা লঙ্ঘনের চেষ্টা হয়নি, দাবি ভারতের Dec 22, 2025
img
গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা চান সাংবাদিকরা, আশ্বস্ত করল বিএনপি Dec 22, 2025
img
মিনাক্ষী চৌধুরীর সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন প্রদীপ Dec 22, 2025
img
বিপিএলে ভালো খেলে বিশ্বকাপ দলে ফিরতে চান সাইফউদ্দিন Dec 22, 2025
img
জনপ্রিয় র‌্যাপার উইজ খলিফার ৯ মাসের কারাদণ্ড Dec 22, 2025
img
‘ভোটের গাড়ি’র প্রচারণা শুরু হচ্ছে আজ Dec 22, 2025
img
বিশ্ব প্রতিযোগিতায় কেবল ডিগ্রি নয়, প্রয়োজন সক্ষমতা: আসিফ নজরুল Dec 22, 2025
img
ভবিষ্যতে শিক্ষার ওপর ভ্যাট বসাবে না বিএনপি: মাহদি আমিন Dec 22, 2025
img
চেহারার গড়ন নিয়ে স্মৃতি মন্ধানাকে কটুক্তি, সলমানের সঙ্গে তুলনা Dec 22, 2025
img
কোটি মানুষের সংবর্ধনায় তারেক রহমানকে বরণ করা হবে : ইশরাক হোসেন Dec 22, 2025
img
ফয়সালের দেশের বাইরে চলে যাওয়ার তথ্যের বিষয়ে পুলিশের মন্তব্য Dec 22, 2025
img
সিলেট-৫ আসনে প্রার্থী চূড়ান্ত: ৮ দলীয় জোটের প্রার্থী আনোয়ার হোসেন Dec 22, 2025
img
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ Dec 22, 2025
img
জকসু নির্বাচন সামনে রেখে উচ্চপর্যায়ের সভা ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় Dec 22, 2025
img
দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জোনায়েদ সাকির Dec 22, 2025
img
ফয়সাল ও সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার লেনদেন Dec 22, 2025
img
যে কোনো মূল্যে ফেয়ার নির্বাচন করতে হবে : রুমি Dec 22, 2025
img
বাঙালি সংস্কৃতিবিরোধীরা ছায়ানটের হামলা চালিয়েছে: ছায়ানট Dec 22, 2025