১০ দিন পর জামিনে মুক্তি পেলেন সাবেক ডিসি সুলতানা পারভীন

সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন ও হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীন দশ দিনের কারাবাস শেষে জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তিনি কুড়িগ্রাম জেলা কারাগার থেকে মুক্ত হন।

কারা সূত্রে জানা যায়, ২ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১০ দিন কারাগারে ছিলেন সাংবাদিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এই সাবেক ডিসি। বিষয়টি কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার এ.জি. মাহমুদ নিশ্চিত করেছেন।

এর আগে, সাংবাদিক আরিফুল ইসলামের করা মামলায় সুলতানা পারভীন গত ৩ আগস্ট হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন। তবে হাইকোর্ট তাকে জামিন না দিয়ে চার সপ্তাহের মধ্যে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

পরে ২১ আগস্ট তিনি কুড়িগ্রাম জেলা জজ আদালতে জামিন আবেদন করেন। আদালত ২ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেন এবং শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরপর আসামিপক্ষ হাইকোর্টে পুনরায় জামিন আবেদন করলে গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আদালত ছয় মাসের জামিন মঞ্জুর করেন। জামিন আদেশ কুড়িগ্রাম কারাগারে পৌঁছানোর পর বৃহস্পতিবার সন্ধ্যায় সুলতানা পারভীন মুক্তি পান।

জেলার এ.জি. মাহমুদ বলেন, বিকেল ৬টার দিকে সুলতানা পারভীন কারাগার থেকে বেরিয়ে যান।

উল্লেখ্য, ২০২০ সালের ১৩ মার্চ দিবাগত রাতে কুড়িগ্রাম শহরের একটি সরকারি পুকুর সংস্কার করে ‘সুলতানা সরোবর’ নামে নামকরণ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিক আরিফুল ইসলাম রিগান। এর জেরে ওই রাতে জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার বাড়ির গেইট ভেঙে তাকে তুলে নিয়ে যায়।

আরিফুলকে প্রথমে ধরলা নদীর তীরে নিয়ে গিয়ে কথিত ‘ক্রসফায়ার’-এর ভয় দেখানো হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে এনে বিবস্ত্র করে নির্যাতন চালানো হয়। এরপর তার কাছে মাদক পাওয়া গেছে এই অভিযোগে মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা (অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড) দেওয়া হয়।

ঘটনাটি দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। একদিন পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালত থেকে জামিনে মুক্ত হন সাংবাদিক আরিফ।

পরে তিনি কুড়িগ্রাম সদর থানায় তৎকালীন ডিসি সুলতানা পারভীন, তিন ম্যাজিস্ট্রেটসহ অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। হাইকোর্টের নির্দেশে ২০২০ সালের ৩১ মার্চ মামলাটি আনুষ্ঠানিকভাবে রেকর্ড করে কুড়িগ্রাম সদর থানা।

মামলাটি তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘ তদন্ত শেষে পাঁচ বছর পর আদালতে চার্জশিট দাখিল করে পিবিআই। এতে অভিযুক্ত করা হয় সাবেক ডিসি সুলতানা পারভীন, তৎকালীন আরডিসি নাজিম উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা ও এস এম রাহাতুল ইসলামকে।

ইএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
জাকসু নির্বাচনের ফল প্রকাশ শুক্রবার দুপুরে Sep 12, 2025
img
জাকসুর ভোট গণনা চলছে, সরাসরি দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে Sep 12, 2025
img
জাকসু নির্বাচন নিয়ে শিবির সেক্রেটারির কড়া বার্তা Sep 12, 2025
img

জাকসু নির্বাচন

ছাত্রদের দাবির মুখে রাতে ফের ভোট গণনা শুরু Sep 12, 2025
img
জাকসু বানচালের চক্রান্ত সফল হবে না : এনসিপি নেতা Sep 12, 2025
img
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোন বিকল্প আমাদের হাতে নেই: প্রধান উপদেষ্টা Sep 12, 2025
img
লিটনের ফিফটিতে হংকংকে ৭ উইকেটে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের Sep 12, 2025
img
চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে ব্যবসায়ী নাছিরের মামলা চলতে বাধা নেই Sep 12, 2025
img
কাতারে ইসরায়েলের হামলায় নিহতদের জানাজায় কাতারের আমির Sep 11, 2025
img
ঝিনাইদহে ১১ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ Sep 11, 2025
img
এ বছর জলাবদ্ধতা কমেছে: ডিএনসিসি প্রশাসক Sep 11, 2025
img
ডাকসু নির্বাচনে শিবিরের জয়ের কারণ ব্যাখ্যা করলেন জাহেদ উর রহমান Sep 11, 2025
img
একলাফে ২০ হাজার টাকা বাড়ল স্বর্ণমুদ্রার দাম Sep 11, 2025
img
সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে দুদকের দুই মামলা Sep 11, 2025
img
ডাকসু নির্বাচন সফল করায় সবাইকে ধন্যবাদ দিলেন উপাচার্য Sep 11, 2025
img
চলতি মাসেই অংশীজনদের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন Sep 11, 2025
img
ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদল Sep 11, 2025
img
পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার Sep 11, 2025
img
বাংলাদেশকে রুখতে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল হংকং Sep 11, 2025
img
দুই ঘণ্টা পর ভোট শেষ হওয়ার কারণ জানালেন নজরুল হলের প্রভোস্ট Sep 11, 2025