ঢাকায় ‘পোপ ফেস্ট’ উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বারিধারার একটি হোটেলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন র্যান্ডাল।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে পোপের উদ্দেশে প্রেরিত একটি অভিনন্দন বার্তা ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন র্যান্ডালের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
অভিনন্দন বার্তায় মুসলিম ও খ্রিষ্টান জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং বৈশ্বিক মানবতার কল্যাণে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক নেতা ও নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল কূটনৈতিক মহলের বিভিন্ন প্রতিনিধির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তারা পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় এমন উদ্যোগ উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।
এসএস/এসএন