আপনাদের নড়াচড়া আমরা দেখেছি, কিন্তু বিনয়টা দেখতে পাই নাই : মাসুদ কামাল

ডাকসু নির্বাচনে আমি দুইটি পয়েন্ট নিয়ে কথা বলব, যেগুলো আগে বলা হয়নি। ওই দুইটি পয়েন্টের একটা পয়েন্ট হলো, ছাত্রদলের যে ভূমিধস পরাজয়, এর পেছনের একটা গুরুত্বপূর্ণ কারণ।

মাসুদ কামাল নিজের ইউটিউব চ্যানেলের একটি ভিডিও বার্তায় বলেন, আরেকটা পয়েন্ট হলো, এনসিপির যে ছাত্র সংগঠন ‘বাকছাস’ মানে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’, এদের যে ভয়াবহ পরিণতি এবং যদিও তাদের কাগজে কলমে কোন সম্পর্ক নেই, তবুও এই পরিণতি কিভাবে তাদের মূল সংগঠন এনসিপির একটি সমস্যাটা হতে যাচ্ছে, এটা নিয়ে একটু আলোচনা করব। সবাই জানে তারা আসলে এনসিপিরই সংগঠন।

এনসিবির সমর্থনপুষ্ট একটা দল।

তিনি বলেন, ছাত্রদলের ভয়াবহ পরাজয়ের পিছনে আরেকটা কারণ আগে উল্লেখ করেছি। অনেকবার ওদের দম্ভ অহমকা কি কি, তা নিয়ে দুই-একদিন আমি অনেক কিছু বলেছি। ছাত্রলীগের যে সাপোর্ট ছিল শিবিরের প্রতি, সেটাও বলেছি।

তবে আজকে আরেকটা কারণ আপনারা একটু ভেবে দেখবেন।

তিনি বলেন, কারণটা হলো, দেখুন বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বড় সমস্যাটা আওয়ামী লীগ আমলে কি ছিল? ছাত্রলীগের একচেটিয়া দাপট। তাদের এই দাপট কেবল বিরোধী রাজনীতির ওপরেই নয়, সাধারণ যারা ছাত্র তাদের জীবনকেও দুর্বিষহ করে দিয়েছিল। কিভাবে? একটা হলো, গণরুম কালচার।

আর দ্বিতীয়টা হল তাদের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে জোর করে স্টুডেন্টদেরকে অংশ নিতে বাধ্য করা। হয়তো কালকে পরীক্ষা পড়াশোনা করছে ছাত্ররা। এই সময় তারা তাদের ধরে নিয়ে আসল, আমাদের সঙ্গে মিছিল করতে হবে। মিছিল করতে হতো, না হলে হল থেকে বের করে দিবে।

তিনি বলেন, এই যে ছাত্রলীগ এই কাজটা করতো এর পেছনে আসলে কারণটা কি? মানে ছাত্রলীগের যে গঠনতন্ত্র তাদের যে আদর্শ সেখানে কি এগুলো বলা ছিল? বলা ছিল না।

মূল সমস্যা কোথায় ছিল? মূল সমস্যা হলো, তারা ছিল সরকারি দল। তার মানে সরকারি দল হওয়ার কারণে প্রশাসন অথবা সরকার অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে, সবাই তাদের কথা শুনতো। বাংলাদেশের সরকারি দল যারা করে, তারা এই প্র্যাকটিসটা কিন্তু করে থাকে। ফলে সরকারি দল হওয়ার কারণে তারা এরকম দাপট দেখাতো। মানুষকে মানুষ মনে করতো না।

তিনি আরো বলেন, এই যে সরকারি দল, এই দুটো শব্দকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ভয় পেয়েছে। এখন নির্বাচন হবে ফেব্রুয়ারিতে। কিন্তু এরই মধ্যে আপনি দেখবেন, জাতীয় পর্যায়ে বিএনপির নেতা-নেত্রীরা যেভাবে নিজেদের বাহাদুরি দেখাচ্ছে, কথাবার্তা, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ এগুলো দেখে মনে হয় ফেব্রুয়ারি আসা পর্যন্ত দেরি তারপরে তো তারা ক্ষমতায় চলে আসতেছে। এই যে তাদের অতি আত্মবিশ্বাসী আচরণ এবং প্রকাশ, এটা দেখে সবাই ভেবেও নিয়েছে যে হ্যাঁ তাহলে তো বিএনপি ক্ষমতা আসছে।

তিনি বলেন, যদি বিএনপি ক্ষমতায় এসে যায় তাহলে ছাত্রদল কি হবে? সরকারি ছাত্র সংগঠন হবে। মানে সরকারের আশীর্বাদপুষ্ট ছাত্র সংগঠন। এখন সরকারের আশীর্বাদপুষ্ট ছাত্র সংগঠন যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে থাকে, তাহলে ফেব্রুয়ারির পর থেকে তাদের আচরণটা কি হবে? এটা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করেছে বলে আমার ধারণা। তারা ভেবেছে, যদি ছাত্র সংসদেও সেই সরকারি দল আবার আসে, এটা আগে ছিল আওয়ামী লীগ সরকার এবার বিএনপি সরকার। যদি তারাই আবার আসে, তাহলে বোধয় আমাদেরকে আবার সেই গণ কালচারের মধ্যে ঢুকতে হবে। আবার সেই আমাদের ওপর তারা প্রভাব বিস্তার করবে। সেই একই জিনিস আমাদেরকে কষ্টকর জীবনযাপনে বাধ্য করবে। এটা একটা কারণ বলে আমি মনে করি।

তিনি বলেন, আর দ্বিতীয় যে ইস্যুটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হলো, এই নির্বাচনে দেখুন ডাকসু নির্বাচনের প্রথম দাবিটা আসলে করেছিল আজকে যারা এনসিপি করেন এই বৈষম্য ছাত্র আন্দোলন তারাই। শুরু থেকেই বলেছিল ডাকসু নির্বাচনটা দেওয়া হোক, দেয়া হোক। কারণ তাদের একটা ধারণা ছিল, যেহেতু তারা আন্দোলনের প্রাধান হিসেবে নিজেদেরকে জাহির করতে পছন্দ করে এবং তারা বলে থাকে তারাই নাকি হাসিনাকে তাড়িয়েছে আর কেউ তাড়ায় নাই। এটা তাদের একক কৃতিত্ব। তাদের এই যে একক কৃতিত্বের দাবিদার হওয়ার ব্যাপারটা, তারা সেখান থেকে মনে করেছিল, তারা বোধয় এই ধরনের ডাকসু নির্বাচন হলে খুব ভালো রেজাল্ট করবে। নিজের মন থেকেই তারা হয়তো বিশ্বাস করে, তারাই সব করেছে আর কেউ কিছু করেনি। এই বিশ্বাসটাও কিন্তু একটা বিপদজনক ব্যাপার।

মাসুদ কামাল আরো বলেন, তারা মনে করেছিল যে বাকছাস তো জিতবেই। তারা নিজেদের এতো জনপ্রিয় ভেবেছিল। এনসিপি গঠন করার পর এবং গঠনের আগেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক এই সমস্ত শব্দ ব্যবহার করেছে তারা। যে সমস্ত কর্মকাণ্ড করেছে তারা, যে সমস্ত দাপট দেখিয়েছে প্রশাসনের এবং বেসরকারি প্রশাসনের সব জায়গায়, তারা যে সমস্ত তদবিরের সঙ্গে জড়িয়ে পড়েছিল বলে অভিযোগ আমরা শুনতে পেয়েছি, সেগুলো কিন্তু বিবর্ধিত হতে হতে বেড়ে যায়। সেটা হতে হতে এই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের কান পর্যন্ত পৌঁছেছে এবং এটা তাদেরকে কোন বাড়তি মাইলেজ দেয়নি বরং তাদের প্রতি মানুষের একধরনের বিতৃষ্ণা তৈরি করেছে। সেই বিতৃষ্ণার মাত্রাটা কোন পর্যায়ের সেটা এই ডাকসু নির্বাচনে আরো একবার প্রমাণ হলো।

তিনি বলেন, কেউ একটা বড় পদে বসিয়ে দিলে আপনি বড় হয়ে যান না। বরং আপনি বড় না কি ছোট, এটা আপনার আচরণের মাধ্যমে কিন্তু প্রকাশ করতে হবে। সেই আচরণ আপনারা দেখাতে পারেননি। আমি সরি, আমি খুবই আশাবাদী ছিলাম এই নাগরিক পার্টিকে নিয়ে। তারা যে পারেননি এই জিনিসটা যদি তারা এখনো উপলব্ধি করেন, তাহলে ভালো হবে।

তিনি আরো বলেন, আপনাদের নড়াচড়া আমরা দেখতে পেয়েছি। আপনাদের বিনয়টা আমরা দেখতে পাই নাই। এটা যারা আপনাদের বন্ধু-বান্ধব, যারা আপনাদের সহপাঠী, যারা আপনাদের আন্দোলনের সহযোদ্ধা তাদের কাছে আরো বড় হয়ে ধরা পড়েছে। আমি মনে করি, এখনো সময় চলে যায়নি। আপনারা নতুন রাজনৈতিক দল করেছেন। আপনাদের বয়স আছে সামনে। আপনারা এখনো শিক্ষা নিন। আপনারা অনেক দূর যেতে পারবেন। 

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
প্রতীক ভাড়া দেয়ার দিন শেষ: সারজিস আলম Nov 04, 2025
img
ফ্লোরাল শাড়িতে সৌন্দর্য আর অনাবিল আভায় সাফা কবির! Nov 04, 2025
img
দল যাকে মনোনয়ন দিয়েছে তার পক্ষে কাজ করার আহ্বান আমিনুল হকের Nov 04, 2025
img
মনোনয়ন না পাওয়া নিয়ে রুমিন ফারহানার বার্তা Nov 04, 2025
img
৪ দিন নয়, ২ দিনের সরকারি সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি Nov 04, 2025
img
বাবার আসনে বিএনপির মনোনয়ন পেলেন দুই কন্যা Nov 04, 2025
img
পটুয়াখালী-১ ও ৪ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা Nov 04, 2025
img
ফরিদপুর-৪ আসনে বিএনপির ভরসা শহিদুল ইসলাম Nov 04, 2025
img
আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় দেখবে জাতি: উপদেষ্টা মাহফুজ Nov 04, 2025
img
তুরস্কের চামলিজা মসজিদে একসঙ্গে নামাজ পড়তে পারেন ৬৩ হাজার মুসল্লি Nov 04, 2025
img
নির্বাচনে সমভোট পেলে অনুষ্ঠিত হবে পুনঃভোট Nov 04, 2025
img
মেক্সিকোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করল পেরু! Nov 04, 2025
img

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

বেলজিয়ামকে ৩-২ গোলে হারাল আর্জেন্টিনা Nov 04, 2025
কুরআনের ব্যতিক্রমী একটি আয়াত | ইসলামিক জ্ঞান Nov 04, 2025
img
রোহিঙ্গা ইস্যুতে সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে তুরস্ক Nov 04, 2025
ক্রীড়াঙ্গনের অভিজ্ঞতা নিয়ে বিসিবিতে রুবাবা Nov 04, 2025
ঢাকা-১৯ আসনে এনসিপির হয়ে লড়তে চান জাহাঙ্গীরনগরের মেহেরাব Nov 04, 2025
img
খুব পরিপাটি পুরুষ আমার একেবারেই পছন্দ নয়: মালাইকা আরোরা Nov 04, 2025
img
নভেম্বরে নয়, জাতীয় নির্বাচনের দিনে গণভোট! Nov 04, 2025
img
আবু সাঈদ হত্যা : ফের পেছাল সাক্ষ্যগ্রহণ Nov 04, 2025