বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে জাবি শিক্ষক জান্নাতুলের জানাজা সম্পন্ন
মোজো ডেস্ক 02:55PM, Sep 12, 2025
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শোকাচ্ছন্ন। চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শুক্রবার জুমার নামাজের পর কেন্দ্রীয় মসজিদের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপাচার্য, উপ-উপাচার্য, বিভিন্ন হলের প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মৃত্যু অপ্রত্যাশিতভাবে আসে বৃহস্পতিবার সকালে। প্রীতিলতা হলের পোলিং অফিসারের দায়িত্ব পালন শেষে তিনি সিনেট ভবনে ভোট গণনার কাজে যোগ দিতে গিয়েছিলেন। সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থীরা জান্নাতুলকে ছিলেন প্রিয় শিক্ষক হিসেবে স্মরণ করছেন। বিশ্ববিদ্যালয় পরিবারে তিনি এক অনন্য আন্তরিক ও উদার ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।
অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের অকালপ্রয়াণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নেমে এসেছে এক অপূরণীয় শূন্যতা।