জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল সন্ধ্যায়ও প্রকাশ করা সম্ভব হবে না। যে লোকবল আছে, তা দিয়ে রাত ১০ থেকে ১১টা নাগাদ ভোটের ফলাফল প্রকাশ করা সম্ভব হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সদস্যসচিব অধ্যাপক রাশিদুল আলম।
             
        
তিনি বলেন, ‘আজ যে লোকবল আছে, তাতে আমরা হয়তো বিকেল নাগাদ হলের ভোট গণনার হিসাব শেষ করতে পারব এবং রাত ১০ থেকে ১১টার মধ্যে সম্পূর্ণ গণনা সম্পন্ন করে বেসরকারিভাবে ফল প্রকাশ করতে পারব।’
এর আগে, শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাচন কমিশনের সদস্য ড. লুৎফুল এলাহী জানিয়েছিলেন, সন্ধ্যার পর নির্বাচনের চূড়ান্ত ফলাফল দেওয়া যাবে।
এদিকে নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছে ছাত্রদল। আরো চারটি প্যানেলের প্রার্থীরা ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। এই চারটি প্যানেল হলো ‘সম্প্রীতির ঐক্য’, ‘সংশপ্তক পর্ষদ’, ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’ ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আংশিক প্যানেল।
গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়।
চলে বিকেল ৫টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে মোট ২২৪টি বুথে একযোগে ভোটগ্রহণ হয়। ভোটার সংখ্যা ১১ হাজার ৮১৯ জন। কেন্দ্রীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন।
কেএন/টিকে