উদ্বোধনী ম্যাচে হংকংকে হারানো আফগানিস্তানের রানরেট ৪.৭০০। এই হংকংয়ের বিপক্ষে জেতার পর বাংলাদেশের রানরেট ১.০০১। যদিও তা আরও বাড়ানোর সুযোগ ছিল টাইগাদের সামনে, ১৪৪ রানের লক্ষ্য পেয়ে তারা জয়ের বন্দরে নোঙর করে ১৭.৪ ওভারে।
ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর মনে করছেন, বাংলাদেশের আরেকটু দ্রুত জেতা উচিত ছিল। ইএসপিএন ক্রিকইনফোর ‘টাইমড আউট’ অনুষ্ঠানে সঞ্চালকের এক প্রশ্নে তিনি বলেন, ‘আমার মনে হয় তাদের ১৫ বা ১৬ ওভারের মধ্যে ম্যাচটি শেষ করার সুযোগ ছিল। সেই চেষ্টাটা করতে পারত। (তাওহীদ) হৃদয় ও লিটনের (দাস) মধ্যে লম্বা একটা জুটি হয়েছিল। তাওহীদ প্রায় ১ বলে ১ রান করে তুলে ৩৫ করেছে। তারা ২ ওভার আগে শেষ করতে পারত। সেই সুযোগটি নিতে পারেনি। নিতে পারলে কাজটা হয়ে থাকত, তাহলে পরের ম্যাচে জিতলেই হত।’
বাংলাদেশ কেন আরেকটু দ্রুত জেতার চেষ্টা করেনি? হংকং ম্যাচের আগেই এই প্রশ্নের উত্তর দিয়ে রেখেছিলেন লিটন দাস। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অবশ্যই বিগ মার্জিনে জিততে পারলে ভালো। যেটা আফগানিস্তান করেছে। তাদের জন্য এটা প্লাস পয়েন্ট। একই সময় আমাদের বুঝতে হবে যে আমরা নতুন গেম খেলব। যেকোনো টিমই একদিন খারাপ ক্রিকেট খেলতেই পারে, তারা যদি ভালো ক্রিকেট খেলে বসে সেক্ষেত্রে কিন্তু আমাদের বড় ব্যবধানে জেতাটাও কষ্ট হয়ে যাবে। আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট দেয়ার চেষ্টা করব। প্রথমত, ম্যাচ জেতার জেষ্টা করব।’
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটনের মতো একই ধরনের কথাই বললেন হৃদয়। ‘দিন শেষে ফল গুরুত্বপূর্ণ। যদি না জিততে পারতাম, তাহলে আপনারাই হয়তো কথা বলতেন। আমরা আরেকটু আগে খেলাটা শেষ করতে পারতাম। পরিস্থিতি যা দাবি করেছে, আমরা চেষ্টা করেছি ওভাবে খেলার জন্য।’
এবি/টিকে