এবারের এশিয়া কাপে ভারতের কোনো প্রতিদ্বন্দ্বী নেই বলে মনে করেন দেশটির সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। বাংলাদেশকে নিয়ে কথা বলতে গিয়েও তার কথায় প্রকাশ পেয়েছে কটাক্ষ। যা নিয়ে সংবাদ সম্মেলনে জবাব দিলেন টাইগার পেসার তানজিম হাসান সাকিব।
সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এশিয়ার শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে মাঠে নেমেছে ৮ দল। এর আগে টুর্নামেন্ট নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে খোলামেলা বিশ্লেষণ করেছেন ভারতের সাবেক ক্রিকেটার অশ্বিন। তিনি জানান, এ টুর্নামেন্টে ভারতের আসলে কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এমনকি সরাসরি মন্তব্য করেন, `বাংলাদেশ নিয়ে তো বলার মতো কিছুই নেই।'
তার সে কটাক্ষের এবার জবাব দিলেন তানজিম সাকিব। শনিবার (১৩ সেপ্টেম্বর) চলতি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন টাইগার পেসার।
সেখানে অশ্বিনের কটাক্ষের প্রসঙ্গ উঠলে তানজিম সাকিব বলেন, ‘আপনি কারও মুখ আটকে রাখতে পারবেন না। আমার মুখ আছে, আমি যা ইচ্ছা তা–ই বলতে পারব। বিশেষ করে যারা চুক্তির মধ্যে নেই। কে কী বলল না বলল, এগুলোয় আসলে কিছু আসে–যায় না। আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি, একটা লক্ষ্য নিয়ে আসছি। আমরা আমাদের সেরাটা দিব। আমাদের কে বড় দল বললো ছোট দল বললো এসব কিছু না।’
সংবাদ সম্মেলনে উঠে এসেছে একই গ্রুপে থাকা আফগানিস্তানের প্রসঙ্গও। নিজেদের এশিয়ার দ্বিতীয় সেরা দল দাবি করে এমন প্রসঙ্গে তানজিম সাকিব বলেন, ‘এটা তারা বলতে পারে। তবে আমাদের বিপক্ষে খেলাটা সহজ হবে না তাদের জন্য।’
‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ১৬ সেপ্টেম্বর আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ।
কেএন/টিকে