আলোচিত নারী নেত্রী ও অভিনেত্রী নীলা ইসরাফিল জামায়াত আমিরকে উদ্দেশ্য করে ফেসবুকে এক বার্তা দিয়েছেন, যেখানে তিনি জামায়াতের রাজনীতিকে গালি ও অপমানের রাজনীতি হিসেবে উল্লেখ করেছেন।
নিজের ফেসবুক পোস্টে নীলা বলেন, ‘ডা. শফিকুর রহমান সাহেব, আপনাদের জামায়াত ইসলামী মুখে ইসলামি আদর্শের কথা বলে অথচ কাজে দেখায় গালি আর অপমানের রাজনীতি। আমরা সাধারণ মানুষ যখন অন্য কোনো রাজনৈতিক দলকে প্রশ্ন করি, তখন সেখানে যুক্তি দিয়ে উত্তর আসে; কিন্তু আপনাদের জামায়াতকে নিয়ে প্রশ্ন তুললেই আমাদের ওপর ঝরে পড়ে কদর্য ভাষা আর হুমকি। আমি স্পষ্টভাবে প্রশ্ন করছি, ইসলাম কি আপনাদের এই গালি-গালাজের শিক্ষা দিয়েছে, নাকি আপনারা ইসলামকে আড়াল বানিয়ে নোংরা রাজনীতিই চালাচ্ছেন?’
এই ধরনের গালির রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নীলা আরো লেখেন, ‘আমি এই গালির রাজনীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
জনগণকে ভয় দেখিয়ে, অপমান করে, কদর্য ভাষায় চুপ করিয়ে রাখার চেষ্টা যত করবেন, ততই প্রমাণ হবে, আপনাদের আসল শক্তি ইসলাম নয়, বরং গালির রাজনীতি।’
নীলা ইসরাফিলের পোস্টকে সমর্থন করতে দেখা গেছে তার অনুরাগীদের। কেউ লিখেছেন, ‘আপনার সাথে আমি একমত। ইসলামের লোকের মুখে ভাষা হবে সাবলীল।
’ কারো মন্তব্য, ‘জামাতের বিরুদ্ধে বললেই পিনাকি ইলিয়াস ভিডিও বানাবে। এদেরকে বাংলাদেশ নিষিদ্ধ করার আন্দোলন শুরু করো। না হলে জামাত ছাড়া দেশের সকলের ইজ্জত নিয়ে চিনিবিনি খেলবে।’ কেউ বা লিখেছেন, ‘আপনি যেমন কর্ম করবেন তেমনি ফল পাবেন, আশা করি বুঝতে পেরেছেন।
পিএ/টিএ