মৌলভীবাজারে জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা কাজী মনজুরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জুলাইযোদ্ধা আব্দুস সালাম, বাবুল আহমদ, ফকরুল ইসলাম, ইমাজ আহমদ ও কাজী মনিরসহ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, নতুন অরাজনৈতিক প্ল্যাটফর্ম ‘জুলাইযোদ্ধা পরিষদ’ গঠন করায় এ হামলা চালানো হয়েছে। তারা অভিযোগ করেন, এই হামলায় মৌলভীবাজার জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী এহসান জাকারিয়া ও জাতীয় ছাত্রশক্তির সদস্যসচিব জাবেদ রহমান নেতৃত্ব দিয়েছেন।
বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।