দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৪ সেপ্টেম্বর) সবগুলো মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন এক্সচেঞ্জটির লেনদেনে দরবৃদ্ধির চেয়ে চারগুণ বেশি সিকিউরিটিজের দর কমেছে। সূচকের পতনে এদিন ভালো কোম্পানিগুলোর শেয়ার বেশি নেতিবাচক ভূমিকা রেখেছে। আর ডিএসইর লেনদেন এদিন আরো তলানিতে নেমেছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫৫ পয়েন্ট বা প্রায় ১ শতাংশ কমে ৫ হাজার ৪৬৮ পয়েন্টে নেমেছে। বৃহস্পতিবার লেনদেন শেষে যা ৫ হাজার ৫২৪ পয়েন্টে ছিল। আজ ডিএসইর এই সূচকটির পতনে সবচেয়ে বেশি নেতিবাচক অবদান রেখেছে বাছাই করা ভালো কোম্পানিগুলোর শেয়ার। ডিএসইর বাছাই করা ভালো ৩০ শেয়ারের মধ্যে ২৩টির দরপতন হয়েছে। সার্বিক সূচকে এই শেয়ারগুলোর অবদান বেশি হওয়ায় পতনেও এগুলোর অবদান বেশি ছিল। এর মধ্যে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডেল্টা লাইফ, রবি, ইউনিক হোটেল, বেক্সিমকো ফার্মা, আইডিএলসি, লংকাবাংলা এবং বাংলাদেশ শিপিং করপোরেশেনের শেয়ার বেশি নেতিবাচক ভূমিকা রেখেছে।
২৩ কোম্পানির পতনে আজ ডিএসইর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২২ পয়েন্ট বা ১ শতাংশ কমে ২ হাজার ১২৯ পয়েন্টে নেমেছে। বৃহস্পতিবার এই সূচকটির অবস্থান ছিল ২ হাজার ১৫১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১১ পয়েন্ট কমে ১ হাজার ১৮৫ পয়েন্টে নেমেছে। বৃহস্পতিবার যা ১ হাজার ১৯৬ পয়েন্টে ছিল।
রোববার ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৬৭টির। বিপরীতে কমেছে ২৭৫টির। আর ৫৬টির দর অপরিবর্তিত ছিল।
ডিএসইতে আজ মোট ৭৩২ কোটি ৫৬ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ৭৭৮ কোটি ৩৩ লাখ টাকার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। অর্থাৎ এক কার্যদিবসের ব্যবধানে আজ এক্সচেঞ্জটির লেনদেন কমেছে ৪৫ কোটি ৭৭ লাখ টাকা।
ঢাকার পুঁজিবাজারে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রবি আজিয়াটা লিমিটেডের শেয়ার। কোম্পানিটির মোট ২৪ কোটি ৮৯ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। বৃহস্পতিবার ২৭ কোটি ৮০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়ে লেনদেন তালিকায় শীর্ষে ছিল খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সবগুলো মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ সিকিউরিটিজের দর কমেছে। এক্সচেঞ্জটির লেনদেনের পরিমাণেও ভাটা পড়েছে। সিএসইর সার্বিক সূচক সিএসপিআই ১৫৮ পয়েন্ট কমে ১৫ হাজার ৩৬১ পয়েন্টে নেমেছে। আর সিএসসিএক্স সূচকটি ১০৩ পয়েন্ট কমে ৯ হাজার ৪২৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে মোট ২০৫টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৭টির দর বেড়েছে। কমেছে ১২০টির। আর ১৮টির দর দিনশেষে অপরিবর্তিত ছিল। আজ এক্সচেঞ্জটির সার্বিক লেনদেন হয়েছে ১২ কোটি ৪ লাখ টাকা। আগের দিন ১২ কোটি ৭৬ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছিল।
এসএস/এসএন