ঝিনাইদহে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটায় শহরে পায়রা চত্বর এলাকায় এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। শহরের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মো. সাইদুর রহমান জানাজা নামাজের ইমামতি করেন। এ সময় ইসলামী আন্দোলন জেলা শাখার আমীর এইচএম মোমতাজুল করিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রিহান আহমেদ রায়হান, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক সাইদুর রহমানসহ নানা শ্রেণির পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জানাজা শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিসহ জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
এসএস/টিকে