নতুন রাজনৈতিক দল নিবন্ধনের প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ ২২ দলের তথ্য যাচাই করতে শুনানিতে ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। শুনানিতে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-মার্কসবাদী, আম জনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টিসহ ১১টি দল অংশ নেয়।
রোববার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ দলগুলোর শুনানি গ্রহণ করেন। দলগুলোর বিষয়ে মাঠ পর্যায়ের তদন্ত প্রতিবেদন ইসির হাতে আসার পর এ শুনানি করে ইসি।
এনসিপি, জনতা পার্টি, বাংলাদেশ আম জনগণ পার্টিসহ আরও ১১ দল আগামীকাল শুনানিতে অংশ নেয়ার কথা রয়েছে। মাঠ পর্যায়ে ইসির তদন্ত প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন শুনানিতে অংশ নেওয়া কোনো কোনো রাজনৈতিক দলের নেতা। আবার কোনো কোনো জেলায় যথাযথ তদন্ত হয়নি বলেও অভিযোগ করেন কেউ কেউ।
এসএস/এসএন