আপত্তিকর ভাবে তাঁর শরীর স্পর্শ করেছেন! অমাল মালিকের বিরুদ্ধে অভিযোগ অভিনেত্রী নেহল চুড়াসমার। ঘটনাটি ‘বিগ বস্ ১৯’-এর অন্দরের। অভিযোগ নিয়ে বিস্তর জলঘোলা হয় অনুষ্ঠানে। এ বার অমাল ও নেহালকে একহাত নিলেন ফারহা খান।
‘বিগ বস্’-এর ঘরে বিভিন্ন রকম খেলা হয়। শারীরিক শক্তি প্রদর্শনের বিষয়ও থাকে সেখানে। সেই খেলা অনেক সময়ে হাতাহাতিতেও পৌঁছোয়। এমনই একটি খেলায় যোগ দিয়েছিলেন অমাল ও নেহল। তাঁরা প্রতিপক্ষ ছিলেন। সেই সময়ে হঠাৎই নেহল অভিযোগ করেন, তাঁর শরীর খারাপ ভাবে স্পর্শ করেছেন অমাল মালিক। কান্নায় ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। অন্য দিকে অপ্রস্তুত হয়ে পড়েন গায়কও। তিনি বার বার ক্ষমা চাইতে থাকেন নেহলের কাছে। অমালকেও কাঁদতে দেখা যায়।
সপ্তাহান্তে এসে এই ঘটনাগুলি সামলান সলমন খান। কিন্তু চলতি সপ্তাহে অনুপস্থিত ছিলেন তিনি। তাঁর জায়গায় আসেন ফারহা খান। এসে বকুনি দেন দু’জনকেই। ফারহা বলেন, “ওই সময়ে ঠিক কী হয়েছিল, তা অমাল, নেহল ও দর্শক ছাড়া আর কেউ জানেন না। অদ্ভুত ভাবে বিরাট একটা বিষয় তৈরি করা হল।” এর পরেই নেহলকে ফারহা বলেন, “প্রথমত, অমালকে তুমি এমন জায়গায় মেরেছিলে, যেটা তোমার উচিত হয়নি। বলছি না যে, তুমি ইচ্ছে করে মেরেছিলে। এই খেলার মধ্যে শারীরিক বিষয় ছিলই।”
অমাল কেন এত বার ক্ষমা চাইলেন নেহলের কাছে? প্রশ্ন তোলেন ফারহা। তিনি বলেন, “অমাল, তুমি জানতে, তুমি কোনও ভুল করোনি। তাও কেন বার বার ক্ষমা চাইতে গেলে? আমার তোমাকে একটা চড় মারতে ইচ্ছে করছিল।”
অমাল জানেন, তিনি ভিতর থেকে কোনও ভাবেই অনুতপ্ত ছিলেন না। তার কারণ, তিনি নিজে জানেন কোনও ভুল করেননি। অভিনেত্রী কাঁদছিলেন বলে ক্ষমা চাইছিলেন তিনি। নেহলকে ফারহা স্পষ্ট জানান, তিনি আসল নারীবাদের অর্থ জানেন। কাউকে ভুল অপবাদ দেওয়া নারীবাদের মধ্যে পড়ে না।
এসএন