ভ্যালেন্টাইনস ডে ২০২৬-এ বলিউডের আলো ছড়াতে আসছে নতুন ছবি ‘ও রোমিও’। ছবিটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা এবং পরিচালনায় আছেন স্বনামধন্য নির্মাতা বিশাল ভরদ্বাজ। প্রধান চরিত্রে থাকছেন শাহিদ কাপুর, তার সঙ্গে জুটি বেঁধেছেন তরুণী তারকা ত্রিপ্তি দিম্রি। এই নতুন জুটিকে ঘিরেই ইতিমধ্যে দর্শকদের মাঝে তৈরি হয়েছে প্রবল আগ্রহ।
চমক হিসেবে ছবির অন্যতম চরিত্রে থাকছেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর, যিনি নিজস্ব অভিনয়শৈলীতে গল্পকে ভিন্ন মাত্রা দেওয়ার জন্য সুপরিচিত। ভরদ্বাজের স্বতন্ত্র গল্প বলার ধারা এবং নাদিয়াদওয়ালার বৃহৎ প্রযোজনা ভঙ্গি মিলিয়ে ‘ও রোমিও’ হবে একইসঙ্গে রোমান্স ও অ্যাকশনের সমন্বিত ছবি।
বহু মনোরম লোকেশনে চিত্রায়িত এই ছবিতে থাকছে দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল, আবেগঘন মুহূর্ত এবং উত্তেজনায় ভরপুর দৃশ্যাবলি। সব মিলিয়ে ভ্যালেন্টাইনস ডের সপ্তাহান্তে মুক্তি পাওয়া ছবিটিকে ঘিরে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। অনেকেই বলছেন, এটি হতে যাচ্ছে ২০২৬ সালের বলিউডের অন্যতম বড় আকর্ষণ।
টিকে/