চোটের কারণে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ইংল্যান্ডের পেসার সাকিব মাহমুদ। হাঁটুর চোটের কারণে তাকে অস্ত্রোপচার করাতে হবে ফলে আসন্ন আয়ারল্যান্ড সফরে খেলতে পারবেন না তিনি। সাকিবের জায়গায় প্রথমবারের মতো ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেয়েছেন তরুণ পেস বোলিং অলরাউন্ডার স্কট কারি।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সর্বশেষ খেলেছিলেন ২৮ বছর বয়সী সাকিব। এরপর প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন না তিনি। হাঁটুর সমস্যার কারণে এখন এই ডানহাতি পেসারকে লম্বা সময় বিশ্রামে থাকতে হবে।
এদিকে সাকিবের অনুপস্থিতিতে ইংল্যান্ড দলে জায়গা পাওয়া স্কট কারি মূলত স্কটিশ বংশোদ্ভূত। ২৩ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক স্কটল্যান্ডের হয়ে, ২০২৪ সালের মার্চে কানাডার বিপক্ষে। এখন পর্যন্ত স্কটল্যান্ডের হয়ে তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছেন এবং নিয়েছেন তিনটি উইকেট।
স্কট কারি ইংলিশ কাউন্টি ক্লাব হ্যাম্পশায়ারের হয়ে নিয়মিত খেলেন। তিনি ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আগে খেলেছেন। আসন্ন অ্যাশেজ সিরিজকে সামনে রেখে ইংল্যান্ড দলের মূল পেসারদের বিশ্রাম দেওয়া হয়েছে। তাই তরুণদের সুযোগ দিচ্ছে দলটি। আগামী ১৭, ১৯ ও ২১ সেপ্টেম্বর আয়ারল্যান্ডে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড।
এবি/টিকে