বলিউডের কাল্ট কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি’র ভক্তদের জন্য সুখবর। অবশেষে বহুল প্রতীক্ষিত ‘হেরা ফেরি ৩’ নিয়ে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চেই ক্যামেরার সামনে যাবে এই ছবির শুটিং। আবারও দর্শকরা দেখতে পাবেন তার কিংবদন্তি চরিত্র বাবুরাও-কে, সঙ্গে থাকছেন অক্ষয় কুমার আর সুনীল শেট্টি।
দীর্ঘদিন ধরেই নানা জটিলতায় ছবির কাজ পিছিয়ে যাচ্ছিল। ভুল বোঝাবুঝির কারণে কিছু সময়ের জন্য প্রকল্প থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন রাওয়াল। এতে প্রযোজকদের আর্থিক ক্ষতি হয়েছিল, এমনকি অক্ষয় কুমারের পক্ষ থেকে আইনি পদক্ষেপও নেওয়া হয়। তবে রাওয়াল জানালেন, তিনি নিজের সাইনিং মানি সুদসহ ফিরিয়ে দিয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এই ঘটনার কারণে পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে তার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়নি। বরং তাদের পেশাদার সম্পর্ক এখন আরও স্বচ্ছ এবং দৃঢ় হয়েছে বলেই তিনি মনে করেন।
গুঞ্জন উঠেছিল, জনপ্রিয় চরিত্র বাবুরাওকে নিয়ে আলাদা একটি স্পিন-অফ তৈরি হতে পারে। তবে সে জল্পনা উড়িয়ে দিয়ে রাওয়াল বলেন, বাবুরাও একা টিকে থাকতে পারে না, তাকে রাজু আর শ্যামের সঙ্গেই দেখা উচিত। ‘হেরা ফেরি ৩’ হবে তার প্রিয়দর্শনের সঙ্গে পঞ্চদশ কাজ। ফলে ভক্তরা আবারও পাবে সেই পুরনো রসায়ন আর হাসির দমক, যা এই ফ্র্যাঞ্চাইজিকে কাল্ট অবস্থানে নিয়ে গেছে।
টিকে/