ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দুই সন্তানের বিরুদ্ধে প্লট দুর্নীতির তিন মামলায় চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে এ সাক্ষ্য দিতে আদালতে উপস্থিত হন ৫ জন সাক্ষী।
দুদকের অভিযোগ বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে ঢাকার পূর্বাচলে নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেন শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। পরে মোট ৪৭ জনকে আসামি করে পৃথক তিনটি মামলা করে দুদক।
গত ৩১ জুলাই এই তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত।
এসএস/এসএন