শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সাক্ষ্য দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একজন ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী হিসেবে তিনি এ সাক্ষ্য দেবেন।
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
একই আদালতে আজ রাষ্ট্রপক্ষের ৪৬তম সাক্ষী দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে জেরা করবে আসামিপক্ষ। এছাড়া এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ মোট ৪৫ জন রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন।
এদিকে ট্রাইব্যুনাল-২ তে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ হবে আজ। সাক্ষ্য দেবেন ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
অন্যদিকে, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় রাজধানীর বনশ্রীতে দুইজনকে হত্যা এবং ছাদের কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি করার মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের আদেশ দেওয়া হবে আগামীকাল বৃহস্পতিবার।
এসএন