দেশের জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি। ‘এই দিন দিন না আরো দিন আছে’- গানটি দিয়ে বাংলাদেশের মানুষের কাছে ব্যাপক পরিচিতি পান। এরপর গেয়েছেন অনেক শ্রোতাপ্রিয় গান। নানা সময়ে নানা কারণে আলোচনায় এসেছেন কুদ্দুস বয়াতি।
বর্তমানে গানের জগতে বিচরণ কম হলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় খ্যাতিমান এই লোকসংগীতশিল্পী। শুধু তাই নয়, ইউটিউব চ্যানেলেও নিয়মিত কনটেন্ট তৈরি করেন তিনি। বলা যায়, এই বিকল্প মাধ্যমেই এখন সবচেয়ে বেশি সময় কাটে তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত বিভিন্ন ইস্যুতে পোস্ট করতে দেখা যায় কুদ্দুস বয়াতিকে।
বিভিন্ন প্রবাদ ও উপদেশমূলক কথাও লেখেন। এবার লিখলেন বাঁশ নিয়ে।
নিজের সর্বশেষ ফেসবুক পোস্টে কুদ্দুস বয়াতি লিখেছেন, ‘আজ বাঁশ দিবস, যারা বাঁশ দিয়েছ এবং যারা বাঁশ নিয়েছ সবাইকে বাঁশ দিবসের শুভেচ্ছা।’
কুদ্দুস বয়াতির সেই পোস্ট বেশ সাড়া ফেলেছে তার অনুরাগীদের মাঝে।
অনেক অনুরাগী তার এ মন্তব্যকে সমর্থন করেছেন। মন্তব্য করে জানিয়েছেন নিজেদের মতামতও। কেউ লিখেছেন, ‘বাংলাদেশ বলে কথা।’ কারো মন্তব্য, ‘বাঙালি প্রতিদিনই বাঁশ খায়, তাহলে বাঁশ দিবসের জন্য নির্দিষ্ট কোনো দিন রাখা উচিত নয়।’ কেউ লিখেছেন, ‘অনেক দিন পর মন খুলে হাসতে পারলাম বয়াতি সাহেব।
এমকে/এসএন