বলিউডে তারকাদের এন্টুরাজ খরচ নিয়ে চলমান বিতর্কে এবার পাশে দাঁড়ালেন অভিনেতা হর্ষবর্ধন রানে। কয়েকদিন আগেই আমির খান ক্ষোভ প্রকাশ করেছিলেন তরুণ অভিনেতাদের বাড়তি চাহিদা নিয়ে। তিনি বলেছিলেন, গাড়িচালক, স্টাফ কিংবা ব্যক্তিগত টিমের খরচ প্রযোজকদের ওপর চাপিয়ে দেওয়া আসলে আত্মমর্যাদার বিষয়।
আমিরের সেই মন্তব্যকেই সমর্থন জানিয়ে সামাজিক মাধ্যমে হর্ষবর্ধন লিখেছেন, “খু্দ্দারি আছে স্যার। আমি প্রতিজ্ঞা করছি আমার এন্টুরাজ খরচ প্রযোজককে বহন করতে দেব না।” তিনি জানান, হিন্দি ও দক্ষিণী সিনেমার অনেক সিনিয়র শিল্পী আগে থেকেই প্রযোজকদের এই বাড়তি চাপের কথা বলেছেন। সেখান থেকেই প্রেরণা পেয়েছেন তিনি।
এর আগেই বরুণ ধাওয়ানও মত দিয়েছিলেন, অভিনেতাদের দায়িত্বশীল হতে হবে। তবে একইসঙ্গে প্রযোজকদেরও শুটিং সেটে আরও সহযোগিতামূলক পরিবেশ গড়ে তুলতে হবে।
এন্টুরাজ খরচ নিয়ে এই তর্ক এখন বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দু। হর্ষবর্ধনের অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। ভক্তদের মতে, তার এই পদক্ষেপ প্রযোজকদের প্রতি ন্যায্য আচরণের নজির হয়ে থাকবে।
এসএন