যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি। তিনি বৃহস্পতিবারই ওয়াশিংটনে যাচ্ছেন। ২৫ বছরেরও বেশি সময় পর এটি এ ধরনের প্রথম সফর। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছে।
সূত্রটি নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেছে, ‘সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি দেশটির বিরুদ্ধে অবশিষ্ট নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা করতে ওয়াশিংটন যাচ্ছেন।’
ইসলামী নেতৃত্বাধীন বিদ্রোহী জোট ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই সিরিয়ার ওপর আরোপিত বেশির ভাগ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে।
এবি/টিকে