ইউরোপে ‘রোহিঙ্গা সংকট’ তুলে ধরার আশ্বাস দিল প্রতিনিধি দল

কক্সবাজারে এসে দিনব্যাপী ব্যস্ত সময় পার করলেন ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক, বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে সরাসরি অবগত হন তারা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে ইউরোপে এ সংকট তুলে ধরার আশ্বাসও দেন প্রতিনিধিরা।

বিশ্বের সবচেয়ে বৃহৎ আশ্রয়শিবির কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প। এই মেগা ক্যাম্পে বসবাস করছে লাখ লাখ রোহিঙ্গা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ৪ নম্বর ক্যাম্পে পৌঁছায় ইউরোপীয় পার্লামেন্টের ১৭ সদস্যের প্রতিনিধি দল। সুরক্ষা ব্যবস্থা ও রোহিঙ্গাদের নিবন্ধন পদ্ধতি সম্পর্কে অবগত হওয়ার পর যান বর্ধিত ৪ নম্বর ক্যাম্পে।

এরপর প্রতিনিধি দলটি ডব্লিউএফপি পরিচালিত খাদ্য বিতরণ কার্যক্রম ঘুরে দেখেন। তারপর রোহিঙ্গা স্বেচ্ছাসেবক ও কমিউনিটি নেতাদের সঙ্গে বৈঠক করে ক্যাম্পের সার্বিক পরিস্থিতি সম্পর্কে ধারণা নেন। আর দুপুরে পরিদর্শন করেন রোহিঙ্গা শিশুদের শিক্ষা কার্যক্রম ও সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র।

এদিকে, বিকেলে কক্সবাজার শহরে ফিরে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমানের সঙ্গে ৪৫ মিনিটের এক বৈঠক করেন তারা। বৈঠকে রোহিঙ্গা সংকট, সহায়তার বর্তমান অবস্থা এবং ফান্ড ঘাটতির প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে প্রতিনিধি দলের প্রধান ক্যামেরার সামনে কথা না বললেও শরণার্থী কমিশনার মো. মিজানুর রহমান বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে চলমান প্রকল্প এবং সার্বিক রোহিঙ্গা পরিস্থিতি জানতে ইউরোপীয় পার্লামেন্টের ১৭ সদস্যের প্রতিনিধি দল কক্সবাজার সফর করেছে। তারা তার সঙ্গে প্রায় ৪৫ মিনিটব্যাপী একটি বৈঠক করেন।’

তিনি আরও বলেন, ‘বৈঠকে প্রতিনিধি দলটি রোহিঙ্গা সংকটের বর্তমান অবস্থা, আন্তর্জাতিক তহবিলের ঘাটতির প্রভাব এবং ইউরোপীয় ইউনিয়নের অবদান সম্পর্কে অবগত হন। তারা স্বীকার করেন যে, রোহিঙ্গা সহায়তায় তহবিল সংকটের কারণে নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে।’

মিজানুর রহমান বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন এই সংকটে দ্বিতীয় বৃহত্তম দাতা সংস্থা এবং তারা এ সহায়তা অব্যাহত রাখবে বলে আশ্বাস দিয়েছেন।’

‘প্রতিনিধি দল আরও জানায়, বাংলাদেশ থেকে ফিরে তারা ইউরোপীয় পার্লামেন্টে রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরবেন।’

তিনি উল্লেখ করেন, ২০১৭-১৮ সালের মতো এখন আর ইউরোপীয় পার্লামেন্টে রোহিঙ্গা সংকট নিয়ে তেমন আলোচনা হয় না, কারণ ইউক্রেন ও গাজাসহ অন্যান্য বৈশ্বিক সংকট এখন গুরুত্ব পাচ্ছে। তবে প্রতিনিধি দলটি প্রতিশ্রুতি দিয়েছেন, তারা এই ইস্যুটিকে আবারও সামনে আনার চেষ্টা করবেন। এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার উপকমিটির চেয়ারম্যান মুনির সাতৌরী। বিশ্ববাসীকে রোহিঙ্গা সংকট সম্পর্কে সচেতন করতে এবং ভবিষ্যৎ সহযোগিতা নিশ্চিত করতেই তাদের এই সফর- এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ইউটি/টিএ



Share this news on:

সর্বশেষ

img
চট্টগ্রামের মিরসরাইয়ে ১১ কোটি ডলারের বিনিয়োগ, কর্মসংস্থান হবে ৭৬০৭ জনের Nov 07, 2025
img
টলিউডে টিকে থাকতে মাটির পা জরুরি : সন্দীপ্তা সেন Nov 07, 2025
img
দেশের দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস Nov 07, 2025
img
ফিফার বর্ষসেরা হওয়ার দৌড়ে ১১ জন, মেসি ও রোনালদো ভিন্ন তালিকায় Nov 07, 2025
img
সম্পর্ক মানে শর্ত নয়, বোঝাপড়া : অপরাজিতা আঢ্য Nov 07, 2025
img
ডিএসইর বাজার মূলধন হারাল আরও ৮৬৩২ কোটি টাকা Nov 07, 2025
img
মালদ্বীপে অবৈধ বর্জ্য তেল বিক্রির ঘটনায় ৫ বাংলাদেশি গ্রেফতার Nov 07, 2025
img
দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ Nov 07, 2025
img
বাবার উপস্থিতির প্রতীক খুঁজছেন পল্লবী শর্মা Nov 07, 2025
img
ইরান ইস্যুতে ট্রাম্পের নতুন পদক্ষেপ Nov 07, 2025
img
সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম চুক্তিতে যুক্ত হতে যাচ্ছে কাজাখস্তান Nov 07, 2025
img
সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ Nov 07, 2025
img
মাইকিং করে ছোট ভাইয়ের সঙ্গে মারামারির ঘোষণা বড় ভাইয়ের Nov 07, 2025
img
বিমানবন্দরে কুকুরের উৎপাত, পাইলটের বুদ্ধিমত্তায় দুর্ঘটনা থেকে রক্ষা Nov 07, 2025
img
বিএসইসির নতুন ‘মার্জিন রুলস, ২০২৫’ জারি, গেজেট প্রকাশ Nov 07, 2025
img
মার্কিন রাজনীতির প্রথম নারী স্পিকার পেলোসির বিদায়বার্তা Nov 07, 2025
img
মেসিকে নিয়ে আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা, বাদ অভিজ্ঞ কয়েকজন Nov 07, 2025
img
জুলাই কেবল একটি আন্দোলন নয়, এটি একটি জাগরণ : শিবির সভাপতি Nov 07, 2025
img
আজ শুষ্ক থাকবে ঢাকার আবহাওয়া Nov 07, 2025
img
গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল, অভিযোগ জাতিসংঘের Nov 07, 2025