নতুন বছরের শুরুতেই মুক্তি পেতে চলেছে অঙ্কুশ হাজরার নতুন ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’। আগামী ৯ জানুয়ারি প্রেক্ষাগৃহে এই রোম্যান্টিক-কমেডি ঘরানার ছবি দর্শকের সামনে আসবে। পরিচালক সুমিত সাহিলের পরিচালনায় এবং অঙ্কুশের প্রযোজনায় তৈরি ছবিতে অঙ্কুশ ও ঐন্দ্রিলা মুখোপাধ্যায় প্রধান চরিত্রে রয়েছেন। সোহাগ সেন, সোহিনী সেনগুপ্ত ও ইপ্সিতা মুখোপাধ্যায়সহ অন্যান্য শিল্পীরাও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।
ছবির প্রচার কার্যক্রমে ব্যস্ত অঙ্কুশ মাঝখানে সোশাল মিডিয়ায় এক মজার পোস্ট দিয়েছেন। নিজের নামের সঙ্গে ‘অঙ্কুশ হোটেল’ এবং ‘অঙ্কুশ ঘি’ লেখা বিভিন্ন ছবির শেয়ার করে তিনি নিজেও মুগ্ধ হয়েছেন। নেটিজেনরা প্রথমে অবাক হলেও পরে বিষয়টি উপভোগ করেছেন। অনুরাগীরা মজা করে প্রশ্ন করেছেন, ‘এটা কি নতুন স্টার্টআপ?’ বা ‘এটা কোথায়?’। এই পোস্টে অঙ্কুশের হাসিমজার ছাপ স্পষ্টভাবে ফুটে উঠেছে।
অঙ্কুশের এই পদক্ষেপই দেখায়, তিনি শুধু নায়কই নন, নিজের জীবন ও শিল্পকে নিয়ে ক্রিয়াশীল ও সৃষ্টিশীলভাবেও প্রকাশিত হন। নতুন ছবির মজার গল্প ও রোমাঞ্চকর চরিত্র দর্শকের আগ্রহ আরও বাড়াচ্ছে।
আরপি/টিএ