ছোট হলেও প্রাণবন্ত “সমুদ্রের লেডিবাগ” দুইটির মায়াবী ছবি জিতেছে ওশেন ফটোগ্রাফার অব দ্য ইয়ার ২০২৫ পুরস্কার।
ইন্দোনেশিয়ার বালি ভিত্তিক ফটোগ্রাফার ইউরি ইভানোভ তোলা এই ছবি তোলা হয়েছে স্থানীয় ডাইভিং সাইটে। ছবিতে দেখা যাচ্ছে দুইটি অ্যামফিপডকে: মাত্র তিন মিলিমিটার লম্বা, একটি প্রবাল খণ্ডের ওপর বিশ্রাম নিচ্ছে দুটি লেডিবাগ।
ইভানোভ বলেন, ‘এই ছবি সঠিকভাবে কম্পোজের জন্য অনেক ধৈর্য ও নিখুঁততা প্রয়োজন ছিল। ফলাফলটি আমাদেরকে জলজ জীবনের দৃষ্টিভঙ্গি দেখায়, যা সাধারণত উপেক্ষিত থাকে।’
তিনি আরও যোগ করেন, ‘প্রতিযোগিতায় জয় আসলেই এক অবিশ্বাস্য অনুভূতি। এই পুরস্কার শুধু একটি ছবি নয়, বরং সমুদ্রকেই উদযাপন করার একটি উপায় – এর ভঙ্গুরতা, বৈচিত্র্য এবং আমাদেরকে অনুপ্রাণিত করার অসাধারণ শক্তি।’
বিশ্বব্যাপী ফটোগ্রাফারদের প্রেরিত ১৫,০০০-এরও বেশি ছবির মধ্যে তার ছবি সর্বমোট বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছে।
ওশেন ফটোগ্রাফার অব দ্য ইয়ার-এর পরিচালক উইল হ্যারিসন বলেন, ‘এই বছরের বিজয়ীরা আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে, ফটোগ্রাফি শুধুই শিল্প নয় – এটি একটি সেতু। তাদের ছবি মানুষের সঙ্গে সমুদ্রকে এমনভাবে যুক্ত করে যা ভাষায় প্রকাশ করার মতো নয়।’
বিজয়ী ছবিগুলো ওশেন ফটোগ্রাফার অব দ্য ইয়ার প্রদর্শনীর অংশ হবে, যা ৬ নভেম্বর থেকে সিডনির অস্ট্রেলিয়ান ন্যাশনাল মেরিটাইম মিউজিয়ামে প্রথমবারের মতো প্রদর্শিত হবে।
সূত্র: সিএনএন নিউজ।
ইএ/টিকে