অস্কারের মঞ্চে আবারও ভারতের পতাকা উড়তে চলেছে। ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে ভারতের পক্ষ থেকে অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে নীরজ ঘায়ওয়ান পরিচালিত ‘হোমবাউন্ড’। ইশান খট্টর, জাহ্নবী কাপুর এবং বিশাল জেঠওয়া অভিনীত এই আবেগঘন নাটকটি বিশ্ব মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করবে।
‘হোমবাউন্ড’-এর কাহিনি আবর্তিত হয়েছে দুই তরুণকে ঘিরে, যারা পুলিশে চাকরির প্রস্তুতি নিচ্ছে। তাদের স্বপ্ন, সংগ্রাম আর অদম্য ইচ্ছাশক্তির গল্পই ছবির মূল সুর। নীরজ ঘায়ওয়ানের সংবেদনশীল নির্মাণশৈলী আর শিল্পীদের শক্তিশালী অভিনয় ছবিটিকে করেছে আরও গভীর ও জীবন্ত।
ছবিটি মুক্তির আগেই সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। আগামী সেপ্টেম্বরেই এটি হলে মুক্তি পাবে। তবে ইতোমধ্যেই অস্কার অভিযাত্রা শুরু করায় সিনেমাটি ঘিরে দেশ-বিদেশে প্রত্যাশা বেড়েছে কয়েকগুণ।
এই নির্বাচন শুধু নির্মাতা দলকেই গর্বিত করেনি, বরং ভারতীয় সিনেমার বৈশ্বিক অবস্থানকে আরও দৃঢ় করেছে। এখন দৃষ্টি থাকবে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে ‘হোমবাউন্ড’-এর যাত্রার দিকে।
টিকে/