একটি সাইবার হ্যাকার আক্রমণের কারণে ইউরোপের কয়েকটি বড় বিমানবন্দরে চেক-ইন ও বোর্ডিং সিস্টেমে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। ফলে যাত্রীদের ফ্লাইট বাতিল, বিলম্ব ও দীর্ঘ লাইনের মতো ভোগান্তির মুখে পড়তে হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রভিত্তিক আরটিএক্স কোম্পানির অধীনস্থ কলিন্স অ্যারোস্পেসের বিরুদ্ধে সাইবার হামলা হয়। যারা বিশ্বের নানা প্রান্তের বিমানবন্দরে চেক-ইন ও বোর্ডিং সফ্টওয়্যার সরবরাহ করে।
লন্ডনের হিথ্রো, বার্লিন ও ব্রাসেলস বিমানবন্দর সবচেয়ে বেশি এই সমস্যার শিকার হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) যাত্রীদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয় এবং অনেক ফ্লাইট বাতিল হয়। গতকাল রবিবার (২১ সেপ্টেম্বর) পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও ব্রাসেলস বিমানবন্দর সোমবারের ফ্লাইটগুলোর অর্ধেক বাতিলের নির্দেশ দেয়, কারণ কলিন্স অ্যারোস্পেস এখনো প্রয়োজনীয় সফ্টওয়্যার আপডেট সরবরাহ করতে পারেনি।
ব্রাসেলস বিমানবন্দর জানায়, রবিবারের ২৫৭টি নির্ধারিত ফ্লাইটের মধ্যে ৫০টি এবং শনিবারের ২৩৪টি ফ্লাইটের মধ্যে ২৫টি বাতিল করা হয়েছে।
কলিন্স অ্যারোস্পেস এক বিবৃতিতে জানিয়েছে, তারা সমস্যা সমাধানে কাজ করছে এবং ক্ষতিগ্রস্ত বিমানবন্দর ও এয়ারলাইনগুলোর সঙ্গে যোগাযোগে রয়েছে। অস্থায়ীভাবে অনেক বিমানবন্দর ম্যানুয়াল চেক-ইন পদ্ধতি চালু করেছে, যাতে যাত্রীদের কষ্ট কিছুটা কমানো যায়। যদিও হিথ্রো ও বার্লিন বিমানবন্দর জানিয়েছে, তাদের কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, তবুও কিছু জায়গায় অপেক্ষার সময় বেশি হচ্ছে।
হ্যাকিংয়ের পেছনে কারা রয়েছে, তা তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষ।
সম্প্রতি বিভিন্ন খাতে যেমন স্বাস্থ্যসেবা, গাড়িশিল্প ও খুচরা বাজারে এ রকম সাইবার হামলার ঘটনা বেড়েই চলেছে।
সূত্র : রয়টার্স