সিনেদুনিয়ায় গুঞ্জন, আগামী ফেব্রুয়ারি মাসে রাজস্থানে রাজকীয় বিয়ের আসরে সাতপাক ঘুরবেন রাশমিকা মান্দানা, বিজয় দেবেরাকোন্ডা। গোপনে যে তাঁরা বাগদানও সেরে ফেলেছেন, সেখবরে সম্প্রতি ঘনিষ্ঠ সূত্র সিলমোহর বসিয়েছে। সেই জন্যই সম্প্রতি ‘গার্ল গ্যাং’ নিয়ে শ্রীলঙ্কায় ব্যাচেলর ট্রিপেও গিয়েছিলেন রাশমিকা। এবার বছরশেষে হবু স্বামী বিজয়ের হাত ধরে বিদেশে উড়ে গেলেন রাশমিকা মান্দানা।
বলিউড মাধ্যম সূত্রে খবর, বুধবার রাতবিরেতে হায়দরাবাদের বিমানবন্দর থেকে বিদেশে উড়ে গিয়েছেন তারকাযুগল। তবে কাকপক্ষী যাতে ঘুণাক্ষরেও টের না পায়, সেইজন্যেই সম্ভবত সেসময়টাকে বেছে নিয়েছিলেন রাশমিকা মান্দানা, বিজয় দেবেরাকোন্ডা। কিন্তু পাপারাজ্জিদের লেন্স ফাঁকি দেওয়া কি অতই সহজ? অতঃপর হাজার চেষ্টা করেও বিয়ের আগে ‘ব্যাচেলর মধুচন্দ্রিমা’র খবর লুকোতে পারলেন না তাঁরা! ভাইরাল ভিডিওতে দেখা গেল, দুজনের গায়েই জড়ানো ধূসর রঙের হুডি। মুখে কালো মাস্ক। ছবিশিকারীদের নজর এড়াতে একেবারে সাদামাটাভাবেই উড়ান ধরতে বিমানবন্দরে পৌঁছন বিজয়-রাশমিকা। তবে লাভের লাভ কিছুই হয়নি! পরে নিজেরাই ইনস্টা স্টোরিতে ছবি শেয়ার করেন।
বিজয় দেবেরাকোন্ডার শেয়ার করা ছবিতে দেখা গেল, বিমানবন্দরে বিশ্রাম নিচ্ছেন তিনি। আর রাশমিকা তাঁর তোলা একটি ‘পোলারয়েড’ ছবি হাতে ধরে আছেন। ক্যাপশনে লেখা- “কয়েক মাসের মারাত্মক কাজের পর এখন ছুটির সময়।” যদিও রাশমিকা তাঁর প্রোফাইল থেকে কিছু শেয়ার করেননি। তবে দক্ষিণী সুপারস্টারের ছবি দেখে অনুরাগীদের উল্লাস, ‘বিয়ের আগে শেষবার ব্যাচেলর হানিমুনে বিজয়-রাশমিকা!’ জানা গিয়েছে, ২০২৬ সালের ২৬ ফ্রেব্রুয়ারি পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাক্ষী রেখে মালাবদল করবেন তাঁরা। ভেন্যু উদয়পুরের এক রাজপ্রাসাদ। তার প্রাক্কালেই হবু স্বামী-স্ত্রীর ‘আদুরে’ ভিডিওয় শোরগোল নেটভুবনে। যদিও বছরশেষে কোথায় ছুটি কাটাতে গিয়েছেন হবু দম্পতি, সেটা ফাঁস করেননি তাঁরা।
কেএন/টিএ