কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কাউকা এলাকায় সোনার খনিধসে আটকে পড়া সাত শ্রমিকের লাশ এক সপ্তাহেরও বেশি সময় পর উদ্ধার করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় গভীর রাতে উদ্ধারকারীরা তাদের মৃতদেহ বের করেন।
এর আগে গত ১২ সেপ্টেম্বর লাইসেন্সবিহীন ওই সোনার খনি ধসে পড়লে শ্রমিকরা মাটির নিচে আটকা পড়েন। ভারী যন্ত্রপাতি, দমকল কর্মী ও স্থানীয় বাসিন্দারা টানা কয়েক দিন ধরে উদ্ধার তৎপরতা চালিয়ে আসছিলেন। কর্মকর্তাদের ধারণা, শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।
কাউকা অঞ্চলে অনুমোদনহীন খনিতে শ্রমিকরা নিয়মিত কাজ করেন। ফলে এ ধরনের দুর্ঘটনা সেখানে প্রায়ই ঘটে থাকে। বিশেষ করে কয়লা খনিতে প্রাণহানির ঘটনা তুলনামূলক বেশি।
সরকারি হিসাব অনুযায়ী, গত বছর কলম্বিয়ায় বিভিন্ন খনি দুর্ঘটনায় ১২৪ জন নিহত হন। চলতি বছরের জুলাই পর্যন্ত মারা গেছেন অন্তত ৬৫ জন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এবি/এসএন