দক্ষিণ ভারতের জনপ্রিয় নির্মাতা সুকুমার আবারও নতুন আয়োজন নিয়ে আসছেন। পুষ্পা ২-এর অভূতপূর্ব সাফল্যের পর এবার তিনি হাত মেলাচ্ছেন সুপারস্টার রাম চরণের সঙ্গে। নতুন এই ছবিতে নায়িকা হিসেবে থাকছেন বলিউড তারকা কৃতি স্যানন। এর আগে সুকুমারের সঙ্গে তিনি কাজ করেছিলেন ওনে নেনোক্কাদিনে ছবিতে। পরিচালক মনে করেন, গল্পের গুরুত্বপূর্ণ চরিত্রে কৃতিই সবচেয়ে মানানসই।
যদিও ভক্তদের একাংশ কৃতির নানা ছবির মিশ্র অভিজ্ঞতা ওনে নেনোক্কাদিনে, আদিপুরুষ, দোচে নিয়ে প্রশ্ন তুলেছেন, সুকুমার দৃঢ়ভাবে বিশ্বাস করেন তাঁর উপস্থিতি ও অভিনয় ছবিকে আলাদা উচ্চতায় নিয়ে যাবে।
ছবিটির শুটিং শুরু হবে আগামী বছর। তার আগে রাম চরণ শেষ করবেন তাঁর ক্রীড়ানির্ভর ছবি, যেটি পরিচালনা করছেন বুচি বাবু সানা। সেখানে রাম চরণের বিপরীতে অভিনয় করছেন জানভি কাপুর। সেই ছবিটি মুক্তি পাবে আগামী ২৭ মার্চ, রাম চরণের জন্মদিনে।
সুকুমার ও রাম চরণ এর আগে একসঙ্গে করেছিলেন রঙ্গস্থলম। সেই ব্লকবাস্টার ছবির পর তাঁদের নতুন আয়োজন নিয়ে প্রত্যাশা তুঙ্গে। এবার কৃতি স্যাননের উপস্থিতি যোগ করেছে নতুন মাত্রা। ফলে শুরু হওয়ার আগেই ছবিটি তেলুগু সিনেমার সবচেয়ে প্রতীক্ষিত প্রকল্পগুলোর একটি হিসেবে স্থান করে নিয়েছে।
এমকে/এসএন