ভারতের কৌতুক অভিনেতা কপিল শর্মার কানাডার রেস্টুরেন্টে গুলিবর্ষণের বিষয় নেটজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। এই বিষয়টিকে কেন্দ্র করে তার ঘনিষ্ঠ বন্ধু এবং অভিনেতা অক্ষয় কুমার সম্প্রতি রসিকতা করেছেন।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'-এর ফাইনাল পর্বে অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন অক্ষয়। সেই পর্বের একটি অংশে তিনি কপিলের রেস্টুরেন্ট নিয়ে এমন কথা বলেন, যা শো-এর পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।
শো-তে কপিল যখন অক্ষয়কে তার কর্মজীবনের দীর্ঘস্থায়ীত্ব নিয়ে জিজ্ঞাসা করেন, ‘আপনি কি প্রতিভাবান নাকি আপনার প্রয়োজন বেশি?’
তখন অক্ষয় পাল্টা জবাব দেন। তিনি বলেন, ‘তুই নিজের ব্যাপারে বল। এই নিয়ে নেটফ্লিক্সে তিনটি সিজন করছিস। এর আগে এটি সনি এবং তার আগে কালারসে ছিল। এখন দুটি সিনেমাও করছিস। নিজের রেস্টুরেন্ট খুলেছিস, আর সেখানে এতই রোজগার যে গুলিও চালানো হয়েছিল।’
অক্ষয়ের এই মজার খোঁচায় শো-এর বিচারক ও দর্শকরা হাসিতে ফেটে পড়েন। কপিলও মজাটি উপভোগ করেন এবং হেসে ফেলেন। এরপর অক্ষয়ও কপিলকে একই প্রশ্ন জিজ্ঞাসা করেন, ‘এবার তুই বল, তুই বেশি প্রতিভাবান নাকি তোর প্রয়োজন বেশি?’
এমকে/এসএন