ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রতীক্ষিত ঐতিহাসিক নাটক রঘু ডাকাত- এর গ্র্যান্ড ট্রেলার লঞ্চ জমে উঠল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ভক্ত থেকে চলচ্চিত্রজগতের বরেণ্যরা- সবার উপস্থিতিতে উৎসবমুখর হয়ে উঠেছিল অনুষ্ঠান।
ছবিতে টাইটেল চরিত্রে অভিনয় করেছেন দেব। কাহিনিতে দেখা যাবে এক বিদ্রোহী যোদ্ধার যাত্রা, যিনি ব্রিটিশ দমননীতির বিরুদ্ধে লড়াই করে উঠেছিলেন ঔপনিবেশিক বাংলায়।
এসভিএফ ও দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স প্রযোজিত এ ছবিতে আরও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, ইধিকা পাল, ওম সাহানি, রূপা গাঙ্গুলি ও অ্যালেক্স ও’নেল। আগামী ২২ সেপ্টেম্বর থেকে অগ্রিম বুকিং শুরু হবে, আর মুক্তি পাচ্ছে ২৫ সেপ্টেম্বর, দুর্গাপূজার ঠিক আগে।
অনুষ্ঠানটি একসাথে দেবের দুই দশকের চলচ্চিত্র- যাত্রার উদযাপনও ছিল। উপস্থিত ছিলেন তাঁর নায়িকারা- কোয়েল মল্লিক, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, শ্রাবন্তী, নুসরাত জাহান ও ইধিকা পাল।
এছাড়া ছিলেন নির্মাতা সৃজিত মুখার্জি ও কমলেশ্বর মুখার্জি। বিশেষ উদ্যোগে ট্রেলার লঞ্চের টিকিট থেকে প্রাপ্ত অর্থ প্রদান করা হয়েছে টেকনিশিয়ানস’ ওয়েলফেয়ার ফান্ডে।
এদিকে, রঘু ডাকাত মুক্তি পাচ্ছে একসাথে রক্তবীজ ২ ও দেবী চৌধুরানী–এর সঙ্গে। ফলে এবারের দুর্গাপূজায় বাংলা ছবির বক্স অফিসে জমবে বড়সড় লড়াই।
এমকে/টিএ