শুধু ক্ষমতা দখল করতেই এরা নিরীহ ছাত্র-জনতাকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসির সাবেক কাউন্সিলর ছিলেন আরিফা রহমান রুমা। মঙ্গলবার ভোররাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
আরিফা রুমা লেখেন, ‘স্রেফ ক্ষমতা দখল করতে এরা বাংলাদেশের নিরীহ ছাত্র জনতাকে হত্যা করেছে। এরা আমাদের পুলিশ ভাইবোনদের পুড়িয়ে, কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে।
এরা খুনী, এরা জঙ্গি।’
তিনি লেখেন, ‘যে মা তার সন্তান হারিয়েছেন, যে স্ত্রী তার স্বামীকে হারিয়েছেন, যে স্বামী তার স্ত্রী এবং অনাগত সন্তানকে হারিয়েছেন, যে সন্তান তার পিতাকে হারিয়েছেন; তাদের সবার দীর্ঘশ্বাসে এই ইউনূস, এই জারা, এই জঙ্গিদের জীবন নরকে পরিণত হবে।’
এর আগে নিউইয়র্কের বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা।
বাংলাদেশ সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত একটার সময় যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে।
কেএন/এসএন