জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, ‘আমেরিকায় যে ঘটনাটা ঘটেছে সেখানে আমরা ভিক্টিম। এখানে সরকারের ব্যর্থতা আছে। এই সরকারের উপদেষ্টাকেই সরকার রক্ষা করতে পারে নাই। উনাদের উপদেষ্টা মাহফুজ আলম একবার লন্ডনে একবার আমেরিকায় হামলার শিকার হয়েছেন।
একবার ঘটলে এক্সিডেন্ট যখন এটা বারবার ঘটছে এবং একই ধরনের ইনঅ্যাকশন দেখা যাচ্ছে তখন এটা বলেই বা লাভ কী?’
সম্প্রতি এক টেলিভিশনের টক শোতে তিনি এসব কথা বলেন।
সারোয়ার তুষার বলেন, ‘আওয়ামী লীগের ধৃষ্টতা এবং সন্ত্রাসী তৎপরতা এটা নিয়ে আলোচনা করতে গিয়ে যদি আমরা জাতির ৫৪ বছরের অবক্ষয় এবং এনসিপির এটা সেটা নিয়ে আলোচনা করি, তাহলে জিনিসটা ডাইলুট হয়ে যাবে। প্রত্যেকটা জিনিসের আলাদা মেরিট আছে। আমরা একটা কনটেক্সটের মধ্যে, একটা ফ্রেমের মধ্যে পলিটিক্স করছি।
সেখানে অবশ্যই আমাদের বিচ্যুতি আছে। আমরা যা বলেছি তা সবটা করতে পারছি সেরকম না।’
তিনি বলেন, ‘এখন মনে হচ্ছে যে, গণ-অভ্যুত্থান করে বাংলাদেশপন্থী শক্তিগুলো রাজনৈতিক দল এবং দলের বাইরের জনগণ আমরা একটা বিরাট অন্যায় করে ফেলেছি। আমাদেরকে মৃত্যু ঝুঁকি নিয়ে চলতে ফিরতে হচ্ছে।
তুষার আরো বলেন, ‘অপমানের সংস্কৃতি বন্ধ করতে হবে। এটা বন্ধ করার জন্য রাজনীতিবিদদেরকেই সবচেয়ে বেশি ভূমিকা নিতে হবে। রাজনৈতিক দলগুলোকে ভূমিকা নিতে হবে। এখানে বট বাহিনীর কথা এসেছে। বট বাহিনী পালে না কোন দল এখন? শুধু একদিকে আঙুল তুললে হবে না।
বট বাহিনী সবাই পালছে। কেন পালছে? দেখলেই বোঝা যায় কোন মন্তব্য কোথায় থেকে এসেছে।’
এমকে/এসএন