এশিয়া কাপের সুপার ফোরে শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। লঙ্কানদের হারিয়ে তারাও ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রেখেছে। আর সেক্ষেত্রে টাইগারদের বিপক্ষের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ পাকিস্তানের জন্য। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে উপস্থিত হন শাহীন শাহ আফ্রিদি। সেখানেই বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের একজন প্রশ্ন করার সময় বাংলাদেশ দলকে টাইগার হিসেবে আখ্যায়িত করেন। তখনই সাংবাদিকের সেই প্রশ্ন থামিয়ে আফ্রিদি পাল্টা জিজ্ঞেস করেন, ‘টাইগার কৌন’, যার অর্থ টাইগার কারা। পরে গণমাধ্যমকর্মীরা বাংলাদেশ বললে তখন ‘সরি’ বলেন আফ্রিদি।
বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে অবশ্য টাইগাদের সমীহের চোখেই দেখছেন আফ্রিদি। টাইগারদের হারাতে হলে তিন বিভাগেই ভালো করতে হবে বলে মন্তব্য করেন তিনি। জানান, পুরো দলের নজর এখন বাংলাদেশের ম্যাচের দিকে।
আফ্রিদি বলেন, ‘বাংলাদেশ দারুণ একটি দল। তারা ইদানীং ভালো খেলেছে। ভালো দলের সাথে খেললে প্রথম ধাক্কাটা আপনাকেই দিতে হবে। তাদের সুযোগ দেওয়া যাবে না, আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ৩ বিভাগেই ভালো খেলতে হবে।‘
চলমান এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের কাছে হারে পাকিস্তান। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখে তারা। দুই ম্যাচে ১ জয়ে এখন তাদের দুই পয়েন্ট। সালমান আগাদের কাছে এখনো সুযোগ রয়েছে ফাইনালে ওঠার।
এবি/টিএ