ঘুষ কেলেঙ্কারিতে আদালতের কাঠগড়ায় দ. কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি

দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের স্ত্রী ও সাবেক ফার্স্ট লেডি কিম কিয়ন হির বিরুদ্ধে দুর্নীতির মামলার প্রাথমিক শুনানি শুরু হয়েছে। বুধবার আদালতে শুনানিতে অংশ নিয়েছেন দেশটির সাবেক এই ফার্স্ট লেডি। বহুল আলোচিত এই দুর্নীতির মামলায় ইতোমধ্যে দেশটির শীর্ষস্থানীয় রাজনীতিক ও ধর্মীয় নেতাদের নামও এসেছে।

ঘুষ এবং শেয়ারবাজারে কারসাজির দায়ে অভিযুক্ত কিম কিয়ন হি গত আগস্টে গ্রেপ্তারের পর প্রথমবারের মতো জনসমক্ষে এসেছেন। বুধবার দক্ষিণ সিউলের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টে কালো স্যুট পরে হাজির হন তিনি।

আদালতে দেওয়া সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি নিজের ব্যক্তিগত তথ্য নিশ্চিত করেন এবং জুরি বোর্ডের পরিবর্তে বিচারপতির মাধ্যমে বিচার প্রক্রিয়া পরিচালানোর অনুরোধ জানান। তবে তার বিরুদ্ধে ওঠা কোনও অভিযোগের জবাব দেননি তিনি। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষের নিযুক্ত এক প্রসিকিউটর কিমের বিরুদ্ধে আনা সব অভিযোগ তুলে ধরেন। দেশটির সাবেক এই ফার্স্ট লেডির বিরুদ্ধে শেয়ারবাজারে কারসাজি, রাজনৈতিক তহবিল সংগ্রহের আইন লঙ্ঘন করে প্রভাবশালী এক ব্যক্তিকে বিনামূল্যে মতামত জরিপ করার নির্দেশ এবং দক্ষিণ কোরিয়ার ইউনিফিকেশন চার্চ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে।

যদিও কিমের আইনজীবীরা সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, প্রসিকিউটররা তাদের সংগৃহীত প্রমাণের বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। কিম কিয়ন হি যদি কোনও অভিযোগে দোষী সাব্যস্ত হন, তাহলে তার সাজা জরিমানা থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড পর্যন্ত হতে পারে। একজন যাজকের কাছ থেকে বিলাসবহুল ‘ডিওর ব্যাগ’ গ্রহণের একটি ঘটনা প্রকাশ্যে আসার পর দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের মসনদে কাঁপন ধরে। গোপন ভিডিওতে ধারণ করা দৃশ্যে দেখা যায়, যাজকের কাছ থেকে ঘুষ হিসেবে ওই ব্যাগ গ্রহণ করছেন কিম।

পরে দেশটিতে ব্যাপক আলোচনা-সমালোচনা ও রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করে এই ঘটনা। পরিস্থিতি সামলাতে গত ডিসেম্বরে আকস্মিকভাবে সামরিক আইন জারি করেন ইউন এবং শেষ পর্যন্ত পদচ্যুত হন তিনি।

বর্তমানে রাষ্ট্রদ্রোহের অভিযোগে পৃথক এক মামলা ইউনের বিরুদ্ধে বিচার চলছে। গত জুলাইয়ে গ্রেপ্তারের পর থেকে কারাগারে আছেন তিনি। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার ইউনিফিকেশন গির্জার নেতা হান হাক-জাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। রাজনৈতিক সুবিধা পেতে কিমকে ঘুষ দেওয়ার জন্য তার সংগঠনকে নির্দেশ দিয়েছিলেন বলে হান হাক জায়ের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

আদালতের প্রসিকিউটররা বলেছেন, চার্চটি কিমকে দুটি শ্যানেল ব্যাগ, একটি গ্রাফ নেকলেস এবং একটি কোরিয়ান জিনসেং গিফট সেট ঘুষ হিসেবে দিয়েছিল। এসবের মোট মূল্য প্রায় ৮ কোটি ওন। তবে কিমের আইনজীবী বলেছেন, সাবেক ফার্স্ট লেডি এসব উপহার গ্রহণ করেননি। হান তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, এসব ‌‌ভুয়া তথ্য।

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া বড় সংকট: আখতার হোসেন Nov 12, 2025
img
আওয়ামী ফ্যাসিস্টদের থেকে সাবধান : আমান উল্লাহ আমান Nov 12, 2025
img
মন্ত্রীর দুর্নীতি ধরবে কে, প্রশ্ন তাসনিম জারার Nov 12, 2025
img
হৃদরোগে ভুগছেন অস্কার, ভাবছেন অবসরের কথা Nov 12, 2025
img
নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে: প্রধান উপদেষ্টা Nov 12, 2025
img
জীবনের টাকা কামিয়ে নেওয়া সহজ সম্মান অর্জন সহজ নয়: দেব Nov 12, 2025
img
নির্বাচনের আগে গণভোটের যৌক্তিকতা নেই, সময়ও নেই: সালাহউদ্দিন Nov 12, 2025
img
টাঙ্গাইলে মহিলা দলের ৪ নেত্রী বহিষ্কার Nov 12, 2025
img
ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার Nov 12, 2025
img
না ফেরার দেশে কনটেন্ট ক্রিয়েটর দিপংকর Nov 12, 2025
img
গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা, যুবলীগের ২ নেতা গ্রেপ্তার Nov 12, 2025
img
পতিত ফ্যাসিবাদের হিংস্রতা আবারও দেখা যাচ্ছে: চরমোনাই পীর Nov 12, 2025
img
পতিত সরকার ওত পেতে আছে নির্বাচন বানচাল করতে: রিজভী Nov 12, 2025
img
গোল দিয়ে একবারই ক্ষমা চেয়েছেন মেসি Nov 12, 2025
img
মাহমুদুলের ঝলমলে সেঞ্চুরিতে ভালো অবস্থানে বাংলাদেশ Nov 12, 2025
img
জারিন খানের স্মৃতিচারণ করে হৃতিকের আবেগঘন বার্তা Nov 12, 2025
img
জ্যাকি চ্যানের মৃত্যুর খবর ঘিরে শোরগোল Nov 12, 2025
img
এবার মিরপুরে বাসে অগ্নিকাণ্ড Nov 12, 2025
img
নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার চেষ্টার বিরুদ্ধে লড়াই করবেন স্টারমার Nov 12, 2025
img
হাসপাতাল থেকে সরাসরি ক্যামেরার সামনে অর্চিতা স্পর্শিয়া Nov 12, 2025