হারিস-ফারহানের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ বিসিসিআই-এর

মাঠের ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ যতটা না উত্তেজনা ছড়িয়েছে, তারচেয়ে বরং অন্য বিষয়েই বেশি রেষারেষি চলছে তাদের। গ্রুপ পর্বের পর সুপার ফোরেও ভারতের কাছে চিরপ্রতিদ্বন্দ্বীরা পাত্তা পায়নি। ওই ম্যাচে পাকিস্তানের তারকা পেসার হারিস রউফ ও ব্যাটার শাহিবজাদা ফারহানের উদযাপন কিংবা অঙ্গভঙ্গি নিয়ে ক্ষিপ্ত ছিল ভারতীয় সমর্থকরা। এবার সেই অভিযোগেই তাদের বিরুদ্ধে আইসিসিতে নালিশ দিয়েছে বিসিসিআই।

সংবাদসংস্থা পিটিআইয়ের বরাতে ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, বুধবার ই-মেইলের মাধ্যমে হারিস রউফ ও শাহিবজাদা ফারহানের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করেছে বিসিসিআই। যদি লিখিতভাবে ফারহান-রউফ ওই অভিযোগ অস্বীকার করেন, তারা আইসিসিতে শুনানির মুখোমুখি হতে পারেন। সেই শুনানি পরিচালনা করতে পারেন টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। চলমান এশিয়া কাপে আরেক ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে নিয়ে এর আগে আপত্তি তুলেছিল পাকিস্তান।

সুপার ফোরের ম্যাচে হারিস রউফ বাউন্ডারিতে ফিল্ডিংয়ের সময় ভারতীয় সমর্থকরা ‘কোহলি, কোহলি’ বলে স্লোগান দেন। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ভারতকে জেতানোর পথে রউফের দুই বলে পরপর দুটি ছক্কা মেরেছিলেন বিরাট কোহলি। তাদের জবাব দিতে গিয়ে হারিস রউফ হাতের ইশারায় ‘বিমান উড়তে উড়তে মাঝপথে ভেঙে পড়া’র ভঙ্গি দেখান। এরপর সঞ্জু স্যামসনকে আউট করার পরও একইভাবে উদযাপন করেছেন হারিস রউফ।

একই ম্যাচে ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূরণ করার পরই ব্যাটের হাতলটিকে কাঁধের কাছে রেখে উচ্ছ্বাস করেন সাহিবজাদা ফারহান। দেখে মনে হচ্ছিল তিনি বন্দুক চালাচ্ছেন। যদিও বিভিন্ন খেলায় এমন উদযাপন আগেও দেখা গেছে। যা ‘একে৪৭ সেলিব্রেশন’ নামেও পরিচিত। পরবর্তীতে এ নিয়ে প্রশ্ন করা হলে ফারহান ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘সেটা ওই মুহূর্তে মাথায় এসেছিল। আমি হাফসেঞ্চুরির পর খুব একটা উদযাপন করি না। কিন্তু হঠাৎ মনে হলো, এই ম্যাচে করব, তাই করেছি। আমি জানি না কে কীভাবে নিয়েছে। তাতে আমার কিছু যায়-আসে না।’

এর আগে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধেও অভিযোগ তুলেছিল পাকিস্তান। একে তো প্রতিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি, তার ওপর গ্রুপপর্বে পাকিস্তানকে হারিয়ে বলেছিলেন, ‘এই জয় আমরা ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করছি। তারা যে সাহস দেখিয়েছে তার তুলনা নেই। আশা করছি ভবিষ্যতেও ওরা এভাবেই আমাদের অনুপ্রাণিত করবে। যখনই সুযোগ পাব দেশবাসীর মুখে হাসি ফোটাতে চাই।’ ওই বক্তব্যকে ‘রাজনৈতিক’ বলে অভিযোগ করেছে পিসিবি।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম গাফিলতি স্পষ্ট : হাসনাত আব্দুল্লাহ Sep 25, 2025
img
বাংলাদেশকে ফাইনালে উঠতে হলে সাইফকেই জ্বলে উঠতে হবে: মালিক Sep 25, 2025
img
অগ্রিম প্রাপ্ত রপ্তানি আয়ের ১০% সংরক্ষণ বাধ্যবাধকতা তুলে নিল বাংলাদেশ ব্যাংক Sep 25, 2025
img
উত্তর কোরিয়ার কাছে ২ হাজার কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম আছে দাবি দক্ষিণ কোরিয়ার Sep 25, 2025
img
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক উপমন্ত্রীর বৈঠক Sep 25, 2025
img
আওয়ামী লীগ সন্ত্রাসী ও বর্বর রাজনৈতিক দল : শামসুজ্জামান দুদু Sep 25, 2025
img
বাংলাদেশ-ওমানের মধ্যে কূটনৈতিক প্রশিক্ষণের স্মারক স্বাক্ষরিত Sep 25, 2025
img
জুবিনের শেষ সিনেমা মুক্তি নিয়ে মুখ খুললেন স্ত্রী গরিমা Sep 25, 2025
img
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে গিলের ডেপুটি জাদেজা, চমকদায়ক দল ঘোষণা Sep 25, 2025
img
রাজনীতিতে নিজের জীবন উৎসর্গ করেছি : কনকচাঁপা Sep 25, 2025
img
এক যুগ পর পরিবর্তন ফুটবল লিগের নাম Sep 25, 2025
img
মা হতে চলেছেন ক্যাটরিনা, পোস্ট করে মুছে ফেললেন সালমান! Sep 25, 2025
img
আ. লীগের পুনর্বাসনে জামায়াতের ইন্ধন দেখা যাচ্ছে: রিজভী Sep 25, 2025
img
নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ বড় চ্যালেঞ্জ: চীনা প্রতিনিধি দলকে জামায়াতের আমির Sep 25, 2025
img
সুমন কল্যাণের সংগীতে রূপার কণ্ঠে রবীন্দ্রনাথের গান Sep 25, 2025
img
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৯৯ মামলা Sep 25, 2025
img
পিআর হলে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট বা দুর্বল সরকার তৈরি হতে পারে: সালাহউদ্দিন Sep 25, 2025
img
বৈষম্যবিরোধী নেতা মামুন নিখোঁজ, উদ্বেগ প্রকাশ হাসনাত আবদুল্লাহর Sep 25, 2025
img
একাত্তরে হারিয়েছি আজকেও হারাব : চমক Sep 25, 2025
img
জাতিসংঘে আফ্রিকার স্থায়ী সদস্যপদের দাবি জোরালো Sep 25, 2025