হারিস-ফারহানের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ বিসিসিআই-এর

মাঠের ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ যতটা না উত্তেজনা ছড়িয়েছে, তারচেয়ে বরং অন্য বিষয়েই বেশি রেষারেষি চলছে তাদের। গ্রুপ পর্বের পর সুপার ফোরেও ভারতের কাছে চিরপ্রতিদ্বন্দ্বীরা পাত্তা পায়নি। ওই ম্যাচে পাকিস্তানের তারকা পেসার হারিস রউফ ও ব্যাটার শাহিবজাদা ফারহানের উদযাপন কিংবা অঙ্গভঙ্গি নিয়ে ক্ষিপ্ত ছিল ভারতীয় সমর্থকরা। এবার সেই অভিযোগেই তাদের বিরুদ্ধে আইসিসিতে নালিশ দিয়েছে বিসিসিআই।

সংবাদসংস্থা পিটিআইয়ের বরাতে ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, বুধবার ই-মেইলের মাধ্যমে হারিস রউফ ও শাহিবজাদা ফারহানের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করেছে বিসিসিআই। যদি লিখিতভাবে ফারহান-রউফ ওই অভিযোগ অস্বীকার করেন, তারা আইসিসিতে শুনানির মুখোমুখি হতে পারেন। সেই শুনানি পরিচালনা করতে পারেন টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। চলমান এশিয়া কাপে আরেক ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে নিয়ে এর আগে আপত্তি তুলেছিল পাকিস্তান।

সুপার ফোরের ম্যাচে হারিস রউফ বাউন্ডারিতে ফিল্ডিংয়ের সময় ভারতীয় সমর্থকরা ‘কোহলি, কোহলি’ বলে স্লোগান দেন। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ভারতকে জেতানোর পথে রউফের দুই বলে পরপর দুটি ছক্কা মেরেছিলেন বিরাট কোহলি। তাদের জবাব দিতে গিয়ে হারিস রউফ হাতের ইশারায় ‘বিমান উড়তে উড়তে মাঝপথে ভেঙে পড়া’র ভঙ্গি দেখান। এরপর সঞ্জু স্যামসনকে আউট করার পরও একইভাবে উদযাপন করেছেন হারিস রউফ।

একই ম্যাচে ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূরণ করার পরই ব্যাটের হাতলটিকে কাঁধের কাছে রেখে উচ্ছ্বাস করেন সাহিবজাদা ফারহান। দেখে মনে হচ্ছিল তিনি বন্দুক চালাচ্ছেন। যদিও বিভিন্ন খেলায় এমন উদযাপন আগেও দেখা গেছে। যা ‘একে৪৭ সেলিব্রেশন’ নামেও পরিচিত। পরবর্তীতে এ নিয়ে প্রশ্ন করা হলে ফারহান ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘সেটা ওই মুহূর্তে মাথায় এসেছিল। আমি হাফসেঞ্চুরির পর খুব একটা উদযাপন করি না। কিন্তু হঠাৎ মনে হলো, এই ম্যাচে করব, তাই করেছি। আমি জানি না কে কীভাবে নিয়েছে। তাতে আমার কিছু যায়-আসে না।’

এর আগে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের বিরুদ্ধেও অভিযোগ তুলেছিল পাকিস্তান। একে তো প্রতিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি, তার ওপর গ্রুপপর্বে পাকিস্তানকে হারিয়ে বলেছিলেন, ‘এই জয় আমরা ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করছি। তারা যে সাহস দেখিয়েছে তার তুলনা নেই। আশা করছি ভবিষ্যতেও ওরা এভাবেই আমাদের অনুপ্রাণিত করবে। যখনই সুযোগ পাব দেশবাসীর মুখে হাসি ফোটাতে চাই।’ ওই বক্তব্যকে ‘রাজনৈতিক’ বলে অভিযোগ করেছে পিসিবি।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হচ্ছে আজ Nov 13, 2025
img
দীর্ঘ আট মাস পর মসজিদুল হারামের ইমামতিতে ফিরলেন শাইখ ড. ফয়সাল Nov 13, 2025
img
নিখুঁত মুহূর্তের অপেক্ষা নয়, আজ থেকেই শুরু করুন : শেফালী শাহ Nov 13, 2025
img
বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ Nov 13, 2025
img
রাজপথের আওয়ামী লীগ অধিক শক্তিশালী ও জনপ্রিয় : রিচি সোলায়মান Nov 13, 2025
img
নতুন প্রজন্মকে প্রেরণা দিলেন প্রেম চোপড়া Nov 13, 2025
img
কাজ মানসিক অফিসের মত, ঘরেই শান্তি: মনোজ বাজপেয়ী Nov 13, 2025
img
‘ভিলেন না থাকলে হিরোর কোনো দাম নেই’ - অমরিশ পুরী Nov 13, 2025
img
টাকা নয়, সততাই সাফল্যের আসল শক্তি: পঙ্কজ ত্রিপাঠী Nov 13, 2025
img
দিল্লির গাড়ি বিস্ফোরণ ঘটনা ‘সন্ত্রাসী হামলা’ কি না স্পষ্ট করলো ভারত Nov 13, 2025
img
হিট হলে আমি জিনিয়াস, ফ্লপ হলে কিছুই জানি না: দুলকার সালমান Nov 13, 2025
img
আলভারেজকে ঘিরে দুই ক্লাবের দ্বন্দ্ব, নতুন সিদ্ধান্তে আতলেতিকো Nov 13, 2025
img
খ্যাতির চেয়ে মানুষের মুখে হাসি ফোটানোই পালাক মুছালের জীবনের সবচেয়ে বড় অর্জন! Nov 13, 2025
img
হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ জানানো হবে আজ Nov 13, 2025
img
সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ চারজন আটক Nov 13, 2025
img
মিসরে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি তরুণী Nov 13, 2025
img
মোটরসাইকেলে এসে অটোরিকশায় আগুন দিয়ে পালাল দুর্বৃত্তরা Nov 13, 2025
img
রব এডওয়ার্ডসকে হেড কোচ হিসেবে নিয়োগ দিল ওলভস Nov 13, 2025
img
জেনে নিন আজ দেশে কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ Nov 13, 2025
শেখ হাসিনার ডাকসুর পদ বাতিল নিয়ে যা বলছেন ডাকসুর জিএস Nov 13, 2025