বাংলাদেশের বিপক্ষে গতকাল (বুধবার) সুপার ফোরে ভারতের শুরুটা ছিল কিছুটা ধীরগতির। এরপরই অভিষেক শর্মা ও শুভমান গিলে ঝড়ের গতিতে রান তুলেছেন। তবে তৃতীয় ওভারেই আউট হতে পারতেন অভিষেক। তানজিম হাসান সাকিবের বলে এই বিধ্বংসী ওপেনার অফ স্টাম্পের বাইরের বলে ঠিকঠাক খেলতে পারেননি। তার ব্যাট ছুঁয়ে আসা বল ডানদিকে লাফিয়েও গ্লাভসে আটকাতে পারেননি উইকেটরক্ষক জাকের আলি অনিক।
শুরুতেই জীবন পাওয়া অভিষেকের রান ছিল তখন ৭। এরপর তিনি খেলেছেন ৩৭ বলে ৭৫ রানের ঝোড়ো ইনিংস। ফলে জাকেরের ক্যাচ হাতছাড়া করার ঘটনাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে বলে মনে করেন ধারাভাষ্যকার আতহার আলি খান। ম্যাচ শেষে তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, ‘আজকে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি, এটা খুবই দুঃখজনক। আসলে শুরুতেই জাকের আলির হাতে যে ৭ রানে ক্যাচটি হাতছাড়া হয়েছিল। আমি মনে করি সেটাই ছিল আজকের ম্যাচের গেম চেঞ্জিং মুহূর্ত।’
লিটন দাসের অনুপস্থিতিতে বাংলাদেশের অধিনায়কত্ব করা জাকের আলিও সেটা স্বীকার করেছেন, ‘(ম্যাচের মোড় ঘুরিয়েছে কি না) হ্যাঁ, আপনি বলতে পারেন। কারণ সে (অভিষেক) এরপর দ্রুত রান তুলেছে। আসলে এটা রেগুলেশন ক্যাচ ছিল। এই পর্যায়ের ক্রিকেটে এটা ধরা উচিত। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু বলটা পড়ে গেছে।’
ভারতের বিপক্ষে হারায় এশিয়া কাপের ফাইনালে ওঠার ক্ষেত্রে পাকিস্তানের বিপক্ষে আজকের (বৃহস্পতিবার) ম্যাচটি বাংলাদেশের জন্য অলিখিত সেমিফাইনাল। যেখানে টাইগাররা জিতবে বলে বিশ্বাস আতহারের, ‘ফাইনালে খেলার ব্যাপারে আমরা অবশ্যই আশাবাদী।’ তিনি পাকিস্তানকে হারানোর আত্মবিশ্বাস পাচ্ছেন সবশেষ সিরিজ থেকে। গত জুলাইয়ে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে পাকিস্তান। যেখানে বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল।
আতহার বলেন, ‘আমি মনে করি বাংলাদেশ গত সিরিজে পাকিস্তানের বিপক্ষে যে খেলা খেলেছে, সেটা আমরা সবাই জানি। আপনারা এবং দর্শকরাও জানেন, আমরা কিন্তু ২–১ ব্যবধানে সিরিজ জয় করেছিলাম। আশা করি সেই আত্মবিশ্বাস নিয়েই আগামীকাল (বৃহস্পতিবার) নামবে এবং ভালো ক্রিকেট খেলবে।’
এসএস/এসএন