উগ্র বামপন্থী সন্ত্রাসীদের নির্মূল করা হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, টেক্সাসের ডালাসে অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) ভবনে বন্দুক হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বুধবারের ওই ঘটনায় এক বন্দি নিহত এবং আরও দুজন গুরুতর আহত হন। ট্রাম্প একে উগ্র বামপন্থী সন্ত্রাসবাদ আখ্যা দিয়েছেন।

কর্তৃপক্ষ জানায়, হামলাকারী জশুয়া জান (২৯) নিকটবর্তী এক ভবনের ছাদ থেকে গুলি চালান। পরে তিনি নিজেই মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া বুলেট খোসায় নীল মার্কার দিয়ে “অ্যান্টি-আইসিই” লেখা ছিল।

এই হামলায় কোনো আইসিই কর্মকর্তা আহত হননি। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) তথ্য অনুযায়ী, নিহত ও আহতরা ছিলেন আইসিইর পরিবহন ভ্যানে থাকা বন্দি। মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, আহতদের একজন মেক্সিকান নাগরিক।

ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে হামলাকে “ঘৃণ্য” বলে উল্লেখ করেন এবং এ ধরনের সহিংসতার জন্য সরাসরি ডেমোক্র্যাটদের বক্তব্যকে দায়ী করেন।

তিনি লিখেছেন, “চার্লি কার্ক হত্যাকাণ্ডের পর থেকে উগ্র বামপন্থী সন্ত্রাসীদের ধারাবাহিক সহিংসতা বন্ধ করতে হবে।” তিনি প্রতিশ্রুতি দেন, এ সপ্তাহেই একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন যার মাধ্যমে এসব দেশীয় সন্ত্রাসী নেটওয়ার্ককে ধ্বংস করা হবে।

হোমল্যান্ড সিকিউরিটির মন্ত্রী ক্রিস্টি নোম ফক্স নিউজকে বলেন, আরও আইসিই কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে এবং সারাদেশে আইসিই স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হবে। তিনি হামলাকারীকে “অশুভ” আখ্যা দিয়ে বলেন, ডেমোক্র্যাট আইনপ্রণেতারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কলঙ্কিত করছেন।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও হামলাকারী জানকে “সহিংস বামপন্থী উগ্রবাদী” আখ্যা দিয়ে বলেন, এমন প্রমাণ পাওয়া গেছে যা এখনো প্রকাশ করা হয়নি, তবে তা থেকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলার ইঙ্গিত মেলে। তিনি আরও বলেন, “আপনি ট্রাম্পের অভিবাসন নীতির সঙ্গে একমত নাও হতে পারেন, কিন্তু আপনার রাজনৈতিক বক্তব্য যদি আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে সহিংসতাকে উৎসাহিত করে, তবে সরাসরি নরকে যান।”

হামলাকারীর ভাই নোয়া জানান, তিনি জানের এমন কোনো রাজনৈতিক অবস্থান বা আইসিইর প্রতি শত্রুতার ব্যাপারে অবগত ছিলেন না। জনসাধারণের রেকর্ডে দেখা যায়, জান মাদক সংক্রান্ত অপরাধে আগে দণ্ডিত হয়েছিল এবং তিনি একজন স্বতন্ত্র ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন।

এফবিআই ডালাসের ঘটনাটিকে “টার্গেটেড ভায়োলেন্স” হিসেবে আখ্যা দিয়েছে। এটি টেক্সাসে সাম্প্রতিক সময়ে আইসিই স্থাপনায় দ্বিতীয় হামলা। এর আগে জুলাই মাসে আলভারাডোর একটি আটককেন্দ্রের বাইরে এক পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছিলেন।

সূত্র: আরটি

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

সৌদি প্রো লিগে মাইলফলকের ম্যাচে জোড়া গোল করলেন রোনালদো Dec 28, 2025
img
২০৫ কোটি টাকার ক্ষতি, ‘কাঠগড়ায়’ পিচ কিউরেটর Dec 28, 2025
img
আইনি জালে ফেঁসে যাচ্ছেন আল্লু অর্জুন! Dec 28, 2025
img

আসন সমঝোতা নিয়ে বিকেলে জরুরি সংবাদ সম্মেলন

জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে এলডিপি, এবি পার্টি ও এনসিপি Dec 28, 2025
img
বলিউডে মেধা নয়, বাজেট দেখে কাস্টিং হয় : ইমরান খান Dec 28, 2025
img
৪০ কোটি টাকার বিজ্ঞাপন ফিরিয়ে দিয়েছিলেন সুনীল শেঠি Dec 28, 2025
img
ঢাকা-২ আসনে জামায়াতের প্রার্থী কর্নেল (অব.) আবদুল হক Dec 28, 2025
img
প্রবাসী ভোটারদের কাছে পৌঁছাল ৩ লাখ ৩৮ হাজার পোস্টাল ব্যালট Dec 28, 2025
img
পাকিস্তানিদের জন্য ১০ হাজার ৫০০ চাকরি বরাদ্দ করল ইতালি Dec 28, 2025
img
ভেন্যুতে ট্রাম্পের নাম যুক্ত করার প্রতিবাদে কনসার্ট বাতিল; শিল্পীর কাছে ১০ লাখ ডলারের ক্ষতিপূরণ দাবি Dec 28, 2025
img
গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ৭১ হাজার Dec 28, 2025
img
টানা তিন বছর ৪০ গোলের হ্যাটট্রিক রোনালদোর Dec 28, 2025
img
স্বদেশ প্রত্যাবর্তনের পর প্রথমবার চেয়ারপারসন কার্যালয়ে তারেক রহমান Dec 28, 2025
img
কুরআন-সুন্নাহ ভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি : মির্জা ফখরুল Dec 28, 2025
img
বেক্সিমকোসহ ১০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের Dec 28, 2025
img
সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল Dec 28, 2025
img
বাংলাদেশি তারকাদের গায়ে দেবের পোশাক Dec 28, 2025
img
যেখানে যৌক্তিক মনে করবেন-সেখানেই নির্বাচন করবেন তারেক রহমান: রিজভী Dec 28, 2025
img
তারেক রহমানকে কটূক্তির অভিযোগে আটক শিক্ষকের জামিন Dec 28, 2025
img
বিকালে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ৮ দলীয় জোট Dec 28, 2025