প্যারিসে জমকালো অনুষ্ঠানে ব্যালন ডি’অর জিতে নিজের জীবনের সবচেয়ে আবেগঘন মুহূর্তের সাক্ষী হলেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে। ফুটবলের সবচেয়ে বড় ব্যক্তিগত পুরস্কার জিতে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে ভুলেননি এই তারকা। পাশাপাশি নিজের চড়াই-উৎরাই পেরিয়ে আসা সময়ে পাশে থাকায় ধন্যবাদ জানান মাকেও।
পুরস্কারের ছবি দিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে দেম্বেলে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ!’
ভেজা চোখের অপর এক ছবি ওয়ালে দিয়ে দেম্বেলে লিখেছেন, ‘এই হাসির আড়ালে আমি একাই জানি কত ইনজুরি, কত ব্যথা, কত ত্যাগ লুকিয়ে আছে।
এই ব্যালন ডি’অর আমার উত্তর। আমার চোখের জল থামছে না। শুধু আমি জানি, এই মুহূর্তের জন্য আমি কত দোয়া করেছি।’
ক্যারিয়ারের শুরুতে চোট-আঘাতের কারণে অনেকবারই অবমূল্যায়নের শিকার হতে হয়েছে এই প্রতিভাবান তারকার।
তা নিয়েই দেম্বেলে অকপটে লিখেন, ‘তারা বলেছিল আমি শেষ হয়ে গেছি। আমি পড়ে গেলে হাসাহাসি করত, আমাকে ভঙ্গুর ও অপচয় বলত। কিন্তু তারা জানত না, নীরব রাতে আমি কেমন কেঁদেছি, কতটা যন্ত্রণা বয়ে বেড়িয়েছি, কতবার হাল ছেড়ে দেওয়ার কথা ভেবেছি। রিহ্যাবের দীর্ঘ সময়, একাকিত্ব, সন্দেহ—সবকিছু মিলিয়ে ভাঙার মতো অবস্থায় পৌঁছে গিয়েছিলাম।
এই ব্যালন ডি’অর শুধু একটি ট্রফি নয়, এটি আমার টিকে থাকার প্রতীক।’
নিজের সাফল্যের পেছনে পরিবারের অবদান স্মরণ করতে গিয়ে আবেগ চেপে রাখতে পারেননি দেম্বেলে। পুরস্কার মঞ্চে মা এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরলে আবেগে কেঁদে ফেলেন তিনি।
মাকে ধন্যবাদ জানিয়ে দেম্বেলে লিখেন, ‘আমি মাকে ধন্যবাদ জানাতে চাই। মা, তুমি সবসময় আমার পাশে ছিলে।
এই অর্জন তোমার জন্যও।’
ইএ/এসএন