ধানুশ ও আনন্দ এল রাইয়ের জুটি বলিউড দর্শকের কাছে বরাবরই বিশেষ এক অনুভূতির নাম। এক দশক আগে মুক্তি পাওয়া ‘রাঞ্জনা’ ছবিটি শুধু বক্স অফিসেই নয়, দর্শকের হৃদয়েও তৈরি করেছিল স্থায়ী আসন। সেই সাফল্যের পর ফের একই নির্মাতা-নায়ক এক হচ্ছেন নতুন প্রেমের গল্পে। ছবির নাম ‘তেরে ইশ্ক মে’। এ ছবিতে ধানুশের সঙ্গে আছেন সমসাময়িক জনপ্রিয় নায়িকা কৃতি শ্যানন।
আগামী ২৮ নভেম্বর ২০২৫-এ মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। ইতোমধ্যেই বলিউড মহলে ছবিটিকে ‘রাঞ্জনা’র আধ্যাত্মিক সিক্যুয়েল হিসেবে দেখছেন অনেকে। কারণ, নির্মাণভঙ্গি ও চরিত্রের আবহে আগের সেই আবেগঘন প্রেমের ছায়া খুঁজে পাওয়া যাবে বলেই ধারণা।
ছবির প্রথম ঝলক প্রকাশ পেতে যাচ্ছে আগামী সপ্তাহে। টিজারটি বড় পর্দায় মুক্তি পাবে একসঙ্গে দুটি বহুল প্রতীক্ষিত ছবির সঙ্গে ‘কান্তারা: চ্যাপ্টার ১’ এবং ‘সানি সংস্কারী কি তুলসি কুমারী’।
অক্টোবরের ২ তারিখ থেকে দর্শক বড় পর্দায় দেখতে পাবেন ধানুশ ও কৃতির কেমিস্ট্রির প্রথম ঝলক।
টিজারে থাকছে ধানুশ-কৃতির একগুচ্ছ দৃশ্য, আর সঙ্গে এ আর রহমানের সুরে প্রেমের আবহ। ছবির সংগীতকে কেন্দ্র করেই দর্শকের প্রত্যাশা তুঙ্গে, কারণ রহমানের প্রতিটি সুরই যেন আগামীর জনপ্রিয়তা মুঠোয় ধরে রেখেছে।
উৎসব মৌসুমকে ঘিরে ছবির প্রচারণা পরিকল্পনা করেছেন নির্মাতারা। দশেরা থেকে দীপাবলি পর্যন্ত টিজার, গান ও ট্রেলার সবকিছু ধাপে ধাপে মুক্তি পাবে। এভাবেই দর্শকের উত্তেজনা ধরে রাখতেই পুরো প্রচারণার কৌশল সাজানো হয়েছে।
সব মিলিয়ে, ধানুশ-কৃতি জুটি আর রহমানের সুরে তৈরি এই প্রেমকাহিনী ইতোমধ্যেই ২০২৫ সালের অন্যতম বড় ছবির মর্যাদা পাচ্ছে।
এমকে/এসএন