ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং তার ব্রাজিলীয় সমকক্ষ মাউরো ভিয়েরা দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার ও সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার ব্যক্ত করেছেন।
বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির পথ খুঁজে বের করা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ক্ষেত্রে সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
তারা আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ মেনে চলা জরুরি। পাশাপাশি বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য বিদ্যমান সাধারণ চ্যালেঞ্জগুলো চিহ্নিত ও কার্যকরভাবে মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা ও সমন্বয়ের প্রয়োজনীয়তাও জোর দিয়ে তুলে ধরেন তারা।
সূত্র: মেহের নিউজ
পিএ/এসএন