লাদাখ আন্দোলনে উসকানির অভিযোগে সোনম ওয়াংচুক গ্রেপ্তার

ভারতের বহুল আলোচিত ‘থ্রি ইডিয়টস’ সিনেমার অন্যতম মুখ্য চরিত্র ‘ফুনসুখ ওয়াংড়ু’। বাস্তবে যিনি সোনম ওয়াংচুক। সম্প্রতি ভারতের লাদাখকে রাজ্য হিসেবে স্বীকৃতির দাবিতে চলমান তীব্র আন্দোলনে সক্রিয় রয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে উসকানিমূলক বক্তব্য দিয়ে জনতাকে উসকে দেয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওয়াংচুকের অলাভজনক ‘স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখের’ ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্ট বা এফআরসিএ-২০১০-এর অধীনে বিদেশ থেকে তহবিল গ্রহণের জন্য নিবন্ধন বাতিল করার একদিন পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে ২০১৮ সালে র‍্যামন ম্যাগসেসে পুরস্কার জিতেছিলেন তিনি। গত দুই দিন আগে লাদাখকে রাজ্য হিসেবে প্রতিষ্ঠার দাবিতে শুরু হওয়া আন্দোলনে চারজন নিহত এবং নিরাপত্তা কর্মী সহ ৫০ জনেরও বেশি আহত হন। এ সহিংসতাকে উসকে দেয়াসহ কেন্দ্র এবং কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসনের করা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওয়াংচুক।

তিনি বৃহস্পতিবার এনডিটিভিকে বলেন, তার অলাভজনক প্রতিষ্ঠান বিদেশি অনুদান গ্রহণ করে না, বরং জাতিসংঘ, সুইস এবং ইতালীয় সংস্থাগুলোর সঙ্গে ব্যবসায়িক লেনদেন করেছে এবং সমস্ত কর প্রদান করেছে। তিনি বলেন, ‘তারা এটিকে বিদেশি অনুদান হিসেবে ভুল করেছে। আমি এটিকে তাদের (কেন্দ্রের) পক্ষ থেকে ভুল বলে মনে করি এবং তাই আমার এতে আপত্তি নেই।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘এটা স্পষ্ট যে ওয়াংচুক তার উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে জনতাকে উসকে দিয়েছিলেন। ঘটনাক্রমে এই সহিংস ঘটনার মধ্যে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য গুরুতর প্রচেষ্টা না করেই অনশন ভেঙে অ্যাম্বুলেন্সে করে তার গ্রামের দিকে রওনা হন।’

রাজ্যের মর্যাদা ছাড়াও, ওয়াংচুক লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় আনারও দাবি করছেন, যেখানে একটি স্বায়ত্তশাসিত শাসন কাঠামোর মাধ্যমে উপজাতি অঞ্চলের প্রশাসনের ব্যবস্থা থাকবে।

থ্রি ইডিয়টস সিনেমার সঙ্গে কীভাবে জড়িত সোনম ওয়াংচুক নাম:
সোনম ওয়াংচুক একজন বিখ্যাত ব্যক্তি হওয়ায় ২০০৯ সালে তার জীবনকাহিনি নিয়ে নির্মাণ করা হয় বলিউডের ‘থ্রি ইডিয়টস’ সিনেমা। এতে ফুনসুক ওয়াংড়ু নামে একটি চরিত্রে অভিনয় করেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত তারকা আমির খান। সিনেমাটিতে তিনজন ইঞ্জিনিয়ারিং ছাত্রের জীবনকে অনুসরণ করা হয়েছে। যারা তাদের আবেগ অনুধাবনের পাশাপাশি শিক্ষা ও সামাজিক প্রত্যাশার চ্যালেঞ্জগুলো মোকাবিলা করেছেন।

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img

এশিয়া কাপ ২০২৫

অভিষেকের অর্ধশতকে শ্রীলঙ্কাকে ২০৩ রানের লক্ষ্য দিল ভারত Sep 26, 2025
টম ক্রুজের জন্য পাগল আমিশা, বললেন বিয়ে করতেও রাজি! Sep 26, 2025
ঘরোয়া ফুটবলে নতুন যুগের সূচনা, নাম বদলে ফিরছে উত্তেজনা Sep 26, 2025
img
অভ্যুত্থান কোনো একক দল করে নাই : জোনায়েদ সাকি Sep 26, 2025
img
জাতিসংঘে ইসরায়েলকে তুলোধুনো করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী Sep 26, 2025
দুর্গাপূজায় এবার ৩৩ হাজার ৩৫৫ পূজামণ্ডপ: পূজা উদ্‌যাপন পরিষদ Sep 26, 2025
img
জাতিসংঘের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টার পূর্ণাঙ্গ ভাষণ Sep 26, 2025
img

জাতিসংঘে প্রধান উপদেষ্টা

রোহিঙ্গাদের প্রান্তিকীকরণের প্রক্রিয়া আর চলতে দেওয়া যাবে না Sep 26, 2025
img
ভারত আমাদের জবাব সবসময় মনে রাখবে : শেহবাজ শরীফ Sep 26, 2025
img
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস Sep 26, 2025
img

সৌদি পররাষ্ট্রমন্ত্রী

'পশ্চিম তীর দখলের পরিণতি সম্পর্কে ট্রাম্পকে সতর্ক করেছে আরব দেশগুলো' Sep 26, 2025
img

জাতিসংঘে ড. ইউনূস

দুর্নীতির উদ্দেশে নেওয়া প্রকল্প অর্থনীতির ওপর চাপ বাড়ায় Sep 26, 2025
img
গণছাঁটাইয়ের প্রস্তুতি নেওয়ার নির্দেশ হোয়াইট হাউসের Sep 26, 2025
img
দিল্লির আধিপত্য মানবে না বাংলাদেশ : ফুয়াদ Sep 26, 2025
img
দেশের পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে শীর্ষ অগ্রাধিকারে রয়েছে : প্রধান উপদেষ্টা Sep 26, 2025
img
প্রকাশ্যে ইসরায়েলের নিন্দা করা নেতারা গোপনে আমাদের ধন্যবাদ জানান: জাতিসংঘে নেতানিয়াহু Sep 26, 2025
img
জাতিসংঘের ভূমিকা মানবজাতির জন্য ইতিবাচক ও কল্যাণকর : প্রধান উপদেষ্টা Sep 26, 2025
img
ফ্যাসিবাদীর সঙ্গে আঁতাতকারীরাই পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে : গয়েশ্বর Sep 26, 2025
img

জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি সংস্কার কাজ চালিয়ে যাচ্ছি Sep 26, 2025
img
বিএনপিতে যোগ দিলেন ৭০০ সনাতনী Sep 26, 2025