ভারতে বসবাসকারী অবৈধ বাংলাদেশিদের খোঁজে ভারতজুড়ে চলমান অভিযানে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ২৫ জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ জানিয়েছে, এই অবৈধ অনুপ্রবেশকারীরা গত আট বছর ধরে কোনো ভিসা বা বৈধ ভ্রমণ নথি ছাড়াই ভারতে বসবাস করছিলেন।
গ্রেপ্তার ২৫ জনের মধ্যে উত্তর প্রদেশের কানপুর দেহাত থেকে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ১০ জন মহিলা এবং ৫ জন নাবালক। তারা ময়লা-আবর্জনা সংগ্রহকারী (র্যাগ পিকার্স), কৃষি শ্রমিক অথবা নৈমিত্তিক পেশায় যুক্ত ছিলেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার দিল্লি পুলিশের অতিরিক্ত ডিসিপি (দক্ষিণ-পূর্ব) ঐশ্বর্য শর্মা বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসান শেখ (৩৫) এবং আব্দুল শেখ (৩৭) নামে দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তারা উভয়েই বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের বেশ কয়েকজন আত্মীয় এবং সহযোগী কানপুর দেহাত এলাকায় বসবাস করছেন। সেই তথ্যের ভিত্তিতে একটি পুলিশ দল দেহাত এলাকায় অভিযান চালিয়ে আরও ২৩ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে।’
পুলিশ জানায়, খুব দ্রুত তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। তবে তার আগে আরও আইনি আনুষ্ঠানিকতার জন্য দিল্লির সরাই কালে খান এলাকায় এমসিডির অস্থায়ী আটক কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে তাদের।
তদন্তকারীরা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা মূলত ‘বাংলাদেশের’ লোকেদের সঙ্গে যোগাযোগের জন্য ইমো মোবাইল অ্যাপ্লিকেশনের ওপর নির্ভর করত। ভারতে অবৈধভাবে অবস্থানরত ব্যক্তিরা তাদের পরিবারের সঙ্গে ঘন ঘন যোগাযোগ বজায় রাখতে এই আন্তর্জাতিক কলের সহায়তা নিয়ে থাকে বলেও জানান তারা।
পুলিশের তরফ থেকে আরও জানানো হয়, সাম্প্রতিক সময়ে একাধিক অনুপ্রবেশের ঘটনা এবং তাদের গ্রেপ্তারের কারণে অনুপ্রবেশ ইস্যুতে নজরদারি শুরু হয়েছে এবং তার সুফলও পাওয়া যাচ্ছে। দক্ষিণ পশ্চিম দিল্লিতে অপরাধ আটকাতে এবং অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের ওপর নজর রাখার জন্য, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং এই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট তদন্তকারী টিমগুলোকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানায় পুলিশ।
ইএ/টিকে