বরিশালে পার্কে প্রবেশ নিয়ে দুই সাংবাদিককে মারধর ছাত্রদল নেতাদের

পার্কে প্রবেশ নিয়ে তর্কে তিন দফায় দুই সাংবাদিককে মারধর করেছে বরিশালের ছাত্রদল নেতারা। এতে একজন রক্তাক্ত জখম হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নগরীর বেলস পার্ক গ্রীন সিটি পার্কের প্রবেশ পথে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন টিভির ক্যামেরাপার্সন সুমন হাসান ও ২৪ এর ক্যামেরাপার্সন শাকিল হাওলাদার পাপ্পু।

এর মধ্যে পাপ্পুর মাথা ফেটে যাওয়ায় তাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সাংবাদিক সুমন হাসান জানান, বেলস পার্ক এলাকার মহিলা ক্লাব মিলনায়তনে সহকর্মির ছেলের সুন্নতে খতনার অনুষ্ঠানে অংশ নিতে পরিবার নিয়ে যান। তখন তার শিশু কন্যা ক্লাব সংলগ্ন গ্রীন সিটি পার্কে যাওয়ার বায়না ধরে। কন্যাকে নিয়ে পার্কে প্রবেশের সময় বাঁধা দেয় নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বেল্লাল গাজী। পার্কের মধ্যে বেল্লাল গাজীর সন্তানরা খেলাধুলা করছে। তাই সেখানে আর কাউকে সে প্রবেশ করতে দিবে না। কথার কাটাকাটির এক পর্যায়ে ছাত্রদল নেতার সহযোগিরা এসে মব সৃষ্টি করে তাকে ঘিরে ফেলে।

তখন তার কন্যা চিৎকার দিলে ২৪ এর ক্যামেরাপার্সন পাপ্পু ছুটে আসেন। সাংবাদিক পরিচয় দিলে ছাত্রদল নেতাসহ সহযোগিরা ক্ষিপ্ত হয়ে উঠেন। তারা দুইজনকে বেধম মারধর শুরু করেন। তাদের মারধরে পাপ্পু পড়ে গিয়ে মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। নিজেদের রক্ষায় পাশ্ববর্তী মহিলা ক্লাবে গিয়ে আশ্রয় নেন। কিছুক্ষণ পর তৃতীয় দফায় ছাত্রদলের মহানগরের সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে, সাকিব, রাহাতসহ বেশ কয়েকজন এসে আবার হামলা করে। 

বিষয়টি মুঠোফোনে পুলিশকে জানানো হয়। তবে পুলিশ আসার আগেই হামলাকারী ছাত্রদল নেতারা পালিয়ে যায়। তবে হাসপাতালে আহতদের দেখতে গিয়ে মহানগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি তরিকুল ইসলাম দাবি করেন, ঘটনার সত্যতা থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। অভিযোগের বিষয়ে নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বেল্লাল গাজী বলেন, আমি নিরাপত্তা প্রহরীকে কথা দিয়েছিলাম আর কেউ পার্কে প্রবেশ করতে পারবে না। তাই বাঁধা দিয়েছি। এ নিয়ে তর্ক ও হাতাহাতি হয়। এ সময় পড়ে গিয়ে একজনের মাথা ফেটে গিয়েছে।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

ফেব্রুয়ারির নির্বাচনের পথ খুলল! Nov 16, 2025
img

১৮ মাসের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ

সেপ্টেম্বরে ব্যাংক আমানত বাড়ল প্রায় ১০% Nov 16, 2025
পাখির চোখে গোমতী নদীর পাড়ে শসার রাজ্য Nov 16, 2025
পালিয়ে থাকা নেতাদের সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত আ.লীগ নেতাকর্মীরা Nov 16, 2025
“পাকিস্তান ঢুকে পড়ছে ‘পোস্ট-হাইব্রিড’ শাসনে” Nov 16, 2025
নবীন বরণে শিবিরের উপহার পেয়ে আনন্দিত রাবি শিক্ষার্থীরা Nov 16, 2025
বিএনপি দায়িত্বে এলে ‘ভারতের দাদাগিরি’ বন্ধে বেশি গুরুত্ব দেবে: মির্জা ফখরুল Nov 16, 2025
একই দিনে নির্বাচন-গণভোট: প্রধান উপদেষ্টার ভাষণে কাটল সং/শ/য় Nov 16, 2025
থাইল্যান্ডে চালের দাম ১৫ বছরে সর্বনিম্ন Nov 16, 2025
পঞ্চম প্রজন্মের স্টেলথ জেট এফ-৩৫ যে কারণে এত গুরুত্বপূর্ণ Nov 16, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Nov 16, 2025
কুমিল্লায় গোমতী নদীর পাড়ে শসার রাজ্য কৃষকের অর্ধশত বছরের ঐতিহ্য Nov 16, 2025
জনতা যেমন রায় চায় শেখ হাসিনার ! Nov 16, 2025
img
বাংলাদেশে শুধু বাংলাদেশপন্থীরাই রাজনীতি করবে: সাদিক কায়েম Nov 16, 2025
জামায়াতকে ‘ভালো হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের Nov 16, 2025
খতমে নবুয়াতের মহাসমাবেশে যা বললেন সালাহউদ্দীন আহমেদ Nov 16, 2025
গণভোট নির্বাচনের সাথে মিলালে তার গুরুত্বটা হারাতে পারে:শিশির মনির Nov 16, 2025
সাধারণ মানুষ কী ভাবছে আগামী নির্বাচন নিয়ে? Nov 16, 2025
শেখ হাসিনার রায় নিয়ে কি বলছে সাধারণ মানুষ! Nov 16, 2025
বাংলাদেশের ইন্টারনেট স্বাধীনতায় নতুন রেকর্ড: ৭ বছরে সর্বোচ্চ অগ্রগতি Nov 16, 2025