ফেব্রুয়ারিতে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, জাতিসংঘে প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, তাঁর সরকার আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। একইসাথে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করতে নাগরিকবান্ধব সংস্কার কার্ষক্রম চালিয়ে যাচ্ছে।

নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বাংলায় ভাষণ দেন।

অধ্যাপক ইউনূস বলেন, ‘আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি এবং স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করতে নিরবচ্ছিন্নভাবে নাগরিকবান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছি।’

তিনি বলেন, ‘সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের দাবিতে এক রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে ১৯৭১ সালে বাংলাদেশ জন্ম লাভ করে। কিন্তু যে অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা বিশাল আত্মত্যাগ করেছিলাম তা গত পাঁচ দশকে বার বার বাধাপ্রাপ্ত হয়েছে। বার বার আমাদের ছেলেমেয়েদের নেতৃত্বে আমাদের জনগণকে অসংখ্য ত্যাগ স্বীকার করে সে অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হয়েছে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘এই বছর আমরা ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকী পালন করেছি—যে অভ্যুত্থানে আমাদের তরুণসমাজ স্বৈরাচারকে পরাভূত করেছিল। সেই বৈষম্যমুক্ত ও ন্যায়বিচারভিত্তিক সমাজ বিনির্মাণের আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব দেওয়া হয় আমাকে ও আমার সহকর্মীদের।’

তিনি উল্লেখ করেন, ‘ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে পুনর্গঠন করে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রয়োজন ছিল ব্যাপক প্রাতিষ্ঠানিক সংস্কারের। আমাদের জন্য সহজ পথ ছিল নির্বাহী আদেশে সংস্কার করা, কিন্তু আমরা বেছে নিয়েছি কঠিন পথ—অন্তর্ভুক্তিমূলক ও টেকসই পথ।’

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল ক্ষমতার ভারসাম্যপূর্ণ একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলা, যেখানে আর কোনো স্বৈরশাসকের আবির্ভাব হবে না।’

তিনি উল্লেখ করেন, ‘শাসনব্যবস্থা, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষা, দুর্নীতিবিরোধী কার্যক্রম, নারী অধিকারসহ সকল জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার করার জন্য আমরা ১১টি স্বাধীন সংস্কার কমিশন প্রতিষ্ঠা করেছি।’

অধ্যাপক ইউনূস জানান, ‘কমিশনগুলো জনমত যাচাই ও গভীর পর্যালোচনা করে বিস্তারিত সংস্কার কার্যক্রম সুপারিশ করেছে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘এসব সংস্কার সুপারিশ টেকসইভাবে বাস্তবায়নের জন্য আমরা একটি জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করেছি যারা ৩০টিরও বেশি রাজনৈতিক দল ও জোটকে নিয়ে আলোচনায় বসে।’

অধ্যাপক ইউনূস আরও বলেন, ‘আমরা জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে রাজনৈতিক দলগুলোর সাথে একই মঞ্চে দাঁড়িয়ে সকলে মিলে ‘জুলাই ঘোষণা’-র মাধ্যমে সংস্কার কার্যক্রমের প্রতি সময়াবদ্ধ অঙ্গীকার ব্যক্ত করেছি।’

তিনি জোর দিয়ে বলেন, ‘অর্থাৎ আগামী নির্বাচনে যেই দলই জনগণের সমর্থন পাক না কেন, সংস্কার কার্যক্রম বাস্তবায়নে আর কোনো অনিশ্চয়তার অবকাশ থাকবে না।’

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
দুপুরের মধ্যে দেশের ৭ জেলায় ঝড়ের আভাস Sep 27, 2025
img
তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক: ড. রশিদ আহমেদ Sep 27, 2025
img
টম ক্রুজের সঙ্গে রাত কাটানোর ইচ্ছে প্রকাশ আমিশার Sep 27, 2025
img
ভারতের বিপক্ষে ফাইনালে আজ মাঠে নামছে বাংলাদেশের যুবারা Sep 27, 2025
img
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরে আগ্রহ প্রকাশ করেছে ভুটান Sep 27, 2025
img
কলম্বিয়ার প্রেসিডেন্টর ভিসা বাতিলের ঘোষণা যুক্তরাষ্ট্রের Sep 27, 2025
img
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অত্যন্ত জোরালো: মির্জা ফখরুল Sep 27, 2025
img
পর্যটন শিল্পের উন্নয়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধান উপদেষ্টা Sep 27, 2025
img
আসন্ন নির্বাচনে খালেদা জিয়া ফেনী-১ আসন থেকে প্রার্থী হতে পারেন Sep 27, 2025
img
দুর্গাপূজা উপলক্ষে ভোমরা স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ Sep 27, 2025
img
ফাইনালের আগে ভারতীয় দলে জোড়া চোটের শঙ্কা Sep 27, 2025
img
বিশ্ব পর্যটন দিবস আজ Sep 27, 2025
img
অভিনেতা অঙ্কুশকে দেখেই ঝাপিয়ে পড়ল নারী ভক্তরা Sep 27, 2025
img
ফেব্রুয়ারিতে নির্বাচনকে ইতিবাচক দেখি, প্রধান উপদেষ্টার ভাষণে আখতারের প্রতিক্রিয়া Sep 27, 2025
img
জনগণ ধানের শীষে ভোট দেবে বলে অনেকের গাত্রদাহ হচ্ছে: গয়েশ্বর চন্দ্র রায় Sep 27, 2025
img
গাজায় একদিনে নিহত ৬০, মোট প্রাণ হারিয়েছে প্রায় ৬৫ হাজার ৫০০ Sep 27, 2025
img
ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা Sep 27, 2025
img
ইউরোপ থেকে ফেরত পাঠানো হলো ২৯ বাংলাদেশিকে Sep 27, 2025
img
ডট বাংলা ও ডট বিডি ডোমেইন দ্রুত উন্মুক্ত হবে : ফয়েজ আহমদ তৈয়্যব Sep 27, 2025
img
পিআরসহ ৫ দাবিতে চট্টগ্রামের পটিয়ায় জামায়াতের বিক্ষোভ Sep 27, 2025