‘সুপারস্টার’ সোহাগ গাজীর কাছে ২-৩ ম্যাচ জেতার প্রত্যাশা আশরাফুলের

সোহাগ গাজী, ফজলে মাহমুদ রাব্বির সঙ্গে তানভীর ইসলাম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে বরিশাল বিভাগের তারকা বলতে তিনজনই। সোহাগ গাজী, ফজলে রাব্বি বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছেন, তানভীর এখনো খেলছেন। তাদের পাশাপাশি রুয়েল মিয়া, ইয়াসিন আরাফাত মিশু, সালমান হোসেন ইমনদের নিয়ে স্বপ্ন দেখছেন মোহাম্মদ আশরাফুল। বরিশালের প্রধানের কোচের ভরসা অবশ্য সোহাগ গাজী। ৬ ম্যাচের অন্তত দুই কিংবা তিনটিতে ম্যাচ জেতানো পারফরম্যান্স করবেন তিনি, আশা আশরাফুলের।

সবশেষ কয়েক বছরে এনসিএলে ভালো করতে পারেননি বরিশাল। প্রথম শ্রেণির ক্রিকেটের পাশাপাশি টুর্নামেন্টের টি-টোয়েন্টি সংস্করণেও প্রত্যাশা মেটাতে পারেনি তাদের পারফরম্যান্স। চলতি এনসিএল টি-টোয়েন্টি শুরু আগের সিনিয়র ক্রিকেটারদের মধ্যকার দ্বন্দ্বও সামনে এসেছে। যদিও সেসব মিটিয়ে বরিশালের হয়ে খেলতে নামছেন সোহাগ গাজী, ফজলে রাব্বিরা। তবে অন্যান্য দলের মতো বড় মানের তারকা নেই তাদের।



এমন তারকাবিহীন দলকে নিয়ে বড় কিছুর স্বপ্ন দেখছেন আশরাফুল। পাশাপাশি এটাকে চ্যালেঞ্জ হিসেবেও নিচ্ছেন তিনি। বরিশালের প্রধান কোচ বলেন, ‘আমি এটাকে একটা হিসেবে নিয়েছি। হ্যাঁ, আমাদের দলে হয়ত তারকা ক্রিকেটার নাই, অন্যান্য দলে যেমন আছে। বরিশালের হয়ে সোহাগ গাজী আমাদের সবচেয়ে বড় সুপারস্টার। তানভীরও ওয়ানডে দলে নিয়মিত খেলে। সেও ঘরোয়া ক্রিকেটের সুপারস্টার। ফজলে রাব্বি অনেক অভিজ্ঞ, সেও বাংলাদেশের হয়ে খেলেছে। এখন পর্যন্ত এই তিনজন আছে যারা বাংলাদেশের হয়ে খেলেছে বা খেলছে। বাকি যারা আছে আমি মনে করি সবাই প্রতিভাবান।’

পেস বোলিংয়ে বরিশালকে নেতৃত্ব দেবেন ইয়াসিন আরাফাত, রুয়েল মিয়া, মেহেদী হাসানরা। স্পিনে তানভীরের সঙ্গে আছেন মইনুল ইসলাম, সোহাগ গাজীরা। সিনিয়রদের পাশাপাশি তরুণদের নিয়েও বেশ আশাবাদী আশরাফুল। বরিশালের প্রধান কোচ জানান, দলে তারকা খেলোয়াড় না থাকলেও তাদের বেশিরভাগই কঠোর পরিশ্রমী। তাঁর বিশ্বাস ক্রিকেটাররা সবাই সুযোগের জন্য অপেক্ষা করছিলেন।

আশরাফুল বলেন, ‘পেস বোলিং ইউনিটে মিশু আছে। মেহেদী হাসান- সে এইচপির একজন পেসার। রুয়েল পাঁচ বছর ধরে নিয়মিত বরিশালের হয়ে খেলছে। মইন খানও গত ২-৩ বছর ধরে ঘরোয়া ক্রিকেটে ভালো করছে। আমি মনে করি দলটা ভালো। তারকা খেলোয়াড় নাই কিন্তু যারা আছে তারা কঠোর পরিশ্রমী এবং টপ লেভেলে পারফর্ম করতে চাচ্ছে। এই সুযোগের জন্য তারা অপেক্ষা করেছে।’

সিনিয়র ও তারুণ্যের মিশেলে গড়া দল হলেও আশরাফুলের বাজি সোহাগ গাজীকে নিয়ে। তিনি বলেন, ‘সোহাগ গাজীর কাছ থেকে আমি আশা করব...সে এক্সট্রাঅর্ডিনারি খেলোয়াড়। সে যেদিন খেলে একাই ম্যাচ জেতাতে পারে। তাঁর মধ্যে এই কোয়ালিটি আছে। ৬ ম্যাচের মধ্যে যদি অন্তত ২-৩টা ম্যাচে তার কাছ থেকে আমরা ম্যাচ উইনিং পারফরম্যান্স পাই আমি এটাতে খুশি থাকব, ইনশাআল্লাহ।’

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
কোহলি-রিজওয়ানকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন অভিষেক শর্মা Sep 27, 2025
img
নুরের অবর্তমানে গণ-অধিকার পরিষদের সভাপতির দায়িত্বে ফারুক Sep 27, 2025
img
প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ সমর্থন জানালেন বিশ্বনেতারা Sep 27, 2025
img
চলচ্চিত্র অঙ্গনে ফিরছেন পপি! Sep 27, 2025
img
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ Sep 27, 2025
যে কারণে বিমানবন্দরে আটকে দেওয়া হলো সোহেল তাজকে Sep 27, 2025
img
আদালতের নির্দেশে শাহরুখ ও আরিয়ানের বিরুদ্ধে করা মামলা বাতিল Sep 27, 2025
img
পুঁজিবাজারে সাপ্তাহিক গড় লেনদেন কমেছে ১৭ শতাংশ Sep 27, 2025
img
নিষিদ্ধ করা এত সহজ হলে প্রথম দিনই আওয়ামী লীগ নিষিদ্ধ হতো : মোস্তফা ফিরোজ Sep 27, 2025
img
জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে সুপ্রিম কোর্টে ট্রাম্পের শুনানির আবেদন Sep 27, 2025
img
আইন সবার জন্য সমান কি না - প্রশ্ন মাসুদ কামালের Sep 27, 2025
img
অভিষেককে দ্রুত আউট করার পরামর্শ শোয়েবের, পাল্টা খোঁচা অমিতাভপুত্রের Sep 27, 2025
img
কাউন্সিলরের পর এবার বিসিবির পরিচালক পদেও নির্বাচন করবেন আসিফ Sep 27, 2025
img
নাইজেরিয়ায় স্বর্ণখনিতে ধস, শতাধিক প্রাণহানির আশঙ্কা Sep 27, 2025
img
দুর্গাপূজায় সারাদেশে ২৮৫৭ পূজামণ্ডপের নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিবি Sep 27, 2025
img
দেশের বাজারে স্বর্ণের দাম ছাড়াল ১ লাখ ৯৪ হাজার Sep 27, 2025
img
দেশে ফিরলেন সেনাপ্রধান Sep 27, 2025
img
কুয়ালালামপুরে বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ১৯৯ Sep 27, 2025
img
জাপাকে নিষিদ্ধ করা রাজনৈতিক ইস্যু, আওয়ামী লীগের দোসর-কোলাবরেটর কিচ্ছু না : জাহেদ উর রহমান Sep 27, 2025
img
ভরা মঞ্চে সালমানকে খোঁচা, কুমারত্ব নিয়ে টুইঙ্কলের রসিকতা Sep 27, 2025